এক্সপ্লোর
Happy Rose Day 2021: রোজ ডে-তে কীভাবে জানাবেন শুভেচ্ছা?
Happy Rose Day 2021 Wishes: ভ্যালেন্টাইনস উইকে অনেকেই ছবি, উপহার, কবিতার মাধ্যমে মনের কথা জানিয়ে থাকেন। তবে অনুভূতি প্রকাশ করার জন্য গোলাপের বিকল্প কিছুই হয় না। তাই নিজের অনুভূতির কথা আজই জানিয়ে ফেলতে ভালবাসার মানুষকে।

কলকাতা: শুরু হল ভ্যালেন্টাইনস উইক বা প্রেমের সপ্তাহ। আর এই প্রেম সম্পূর্ণ হয় না গোলাপ ছাড়া। ভালবাসার ভাষা বোঝানোর মাধ্যম গোলাপ। তা দিয়েই সূচনা হয় প্রেমের। তাই ভ্যালেন্টাইন্স উইক শুরু হয় রোজ ডে দিয়েই। আজ, ৭ ফেব্রুয়ারি রোজ ডে। ভ্যালেন্টাইনস উইকের অনেকেই ছবি, উপহার, কবিতার মনের কথা জানিয়ে থাকেন। তবে অনুভূতি প্রকাশ করার জন্য গোলাপের বিকল্প কিছুই হয় না। তাই নিজের অনুভূতির কথা আজই জানিয়ে ফেলতে ভালবাসার মানুষকে। কিন্তু কীভাবে জানাবেন নিজের মনের কথা? রইল টিপস। প্রিয় মানুষকে বলে ফেলুন- তোমাকে রোজ ডের অনেক শুভেচ্ছা। আমার জীবনে সবথেকে সুন্দর ঘটনা তোমাকে ঘিরেই। আমার জীবনের মূল্যবান রত্ন তুমি। হ্যাপি রোজ ডে। রোজ ডের শুভেচ্ছা তাঁকে, যার মন গোলাপের মতোই সুন্দর। ভালবাসা এবং সুখ ভরে উঠুক। হ্যাপি রোজ ডে। এই গোলাপগুলি বুঝিয়ে দিচ্ছে আমার কাছে তুমি অমূল্য। হ্যাপি রোজ ডে। তোমাকে হলুদ, সাদা, লাল, গোলাপি গোলাপের শুভেচ্ছা। প্রতিদিন তুমি এই রঙে রাঙিয়ে দিচ্ছ আমায়। তোমার জন্য একটা গোলাপ নয়। একটা গোলাপ চারা পাঠাচ্ছি। কারণ আমি চাই গাছের মতো তুমিও সারাজীবন আমার সঙ্গে থাকো। তোমার প্রতি আমার ভালবাসা প্রকাশের জন্য লাল গোলাপ বেছে নিয়েছি। কারণ আমি মনে করি তুমিই সেরা, আমার আত্মার সাথী। তোমাকে সুন্দর গোলাপ পাঠাচ্ছি। হ্যাপি রোজ ডে। আশা করি ভগবান আমাদের ভালবাসার দিনগুলি গোলাপের মতোই সুন্দর করে তুলবে। হ্যাপি রোজ ডে। তোমার মন গোলাপের মতোই সুন্দর। আমার গোলাপকে রোজ ডের অনেক শুভেচ্ছা। আমাদের ভালবাসা সবসময় একই রকম থাকবে। হ্যাপি রোজ ডে। তুমি পাশে থাকলে নিজের লক্ষ্য পূরণ করতে পারব। রোজ ডের অনেক শুভেচ্ছা। আমাদের সম্পর্কটা গোলাপের মতোই সুন্দর। সুগন্ধ, সৌন্দর্য এবং ভালাবাসায় ভরা। আমার জীবনে তুমি আসার পরই সুখ ভরে উঠেছে। তোমাকে গোলাপ দিবসে একগুচ্ছ গোলাপ পাঠাচ্ছি। আমার নিস্বার্থ ভালবাসা তোমাকে দিচ্ছি। কাঁটাঝোপে যেমন গোলাপ ফুল ফোটে, তেমনি তুমি আমাকে জীবনের কাঁটার মাঝে গোলাপের মতো লম্বা হয়ে দাঁড়াতে শিখিয়েছ। হ্যাপি রোজ ডে। তুমি আমার পাশে থাকলে বাকি পৃথিবী নিয়ে আমি চিন্তা করি না। হ্যাপি রোজ ডে। তুমি আমার জীবনের সবথেকে সুন্দর ফুল। হ্যাপি রোজ ডে। একগুচ্ছ গোলাপ দিয়ে তোমাকে অন্তরের ভালবাসা জানাচ্ছি। হ্যাপি রোজ ডে। তুমিই আমার জীবনের গোলাপ। বিশেষ দিনের অনেক শুভেচ্ছা রইল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















