এক্সপ্লোর
এই কারণে কি ছাড়পত্র পাচ্ছে না সিদ্ধার্থ মালহোত্রার আইয়ারি?

মুম্বই: আইয়ারি মুক্তি পেতে এক সপ্তাহও নেই। অথচ এর মধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে মনোজ বাজপেয়ী ও সিদ্ধার্থ মালহোত্রার এই ছবিটি নিয়ে। জানা গিয়েছে, সেন্সর বোর্ড আইয়ারিকে ছাড়পত্র দিতে রাজি হচ্ছে না। সেনাবাহিনীর দুর্নীতি নিয়ে আইয়ারির গল্প এগিয়েছে বলে খবর। প্রতিরক্ষা মন্ত্রক নাকি বলেছে, সেন্সর বোর্ডে পাঠানোর আগে ছবিটি তাদের দেখাতে হবে। ছবি নির্মাতাদের থেকে জানা গিয়েছে, যেহেতু সেনাবাহিনীর ওপর তৈরি হয়েছে ছবিটি, তাই প্রতিরক্ষা মন্ত্রক আগে এর রিভিউ জানতে চায়। ছবি নির্মাতাদের আশঙ্কা, সেন্সর সার্টিফিকেট না পেলে আইয়ারির বিদেশে প্রদর্শন মুশকিলে পড়ে যাবে। ৯ তারিখ মুক্তি পাচ্ছে আইয়ারি। সেদিন একই সঙ্গে মুক্তি পাবে অক্ষয় কুমার-সোনম কপূরের প্যাডম্যান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















