Haseen Dillruba: প্রথম পোস্টারে লাস্যময়ী তাপসী, শ্যুটিং শুরু 'ফির আয়ি হাসিনা দিলরুবা'-র
Phir Aayi Haseen Dillruba: আগামীতে শাহরুখ খানের সঙ্গে 'ডাঙ্কি' ছবিতে দেখা যাবে তাপসীকে। ইতিমধ্যেই দর্শকেরা দেখে ফেলেছেন তাঁদের লুক
মুম্বই: লাল শাড়িতে লাস্যময়ী নায়িকা তাপসী পান্নু (Taapsee Pannu)। মুক্তি পেল 'ফির আয়ি হাসিনা দিলরুবা'-র প্রথম পোস্টার। তবে দেখা গেল না নায়িকার মুখ। এই ছবিতে তাপসী পান্নুর বিপরীতে দেখা যাবে অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massy)-কে। পরিচালনা করছেন আনন্দ এল রাই (Aanand L Rai)-ই।
আজ সোশ্যাল মিডিয়ায় পরিচালক লেখেন, 'ও আমাদের হাসিনা দিলরুবা.. আজ 'ফির আয়ি হাসিনা দিলরুবা'-র শ্যুটিং শুরু হল। তাপসী তোকে বলেছিলাম ৯টার সময় পোস্টার দেওয়ার জন্য। এখনও দিসনি কেন!' এই ট্যুইটটি রিট্যুইট করে মজার উত্তর দিয়েছেন তাপসী পান্নুও। এরপর আলাদা করে ছবির পোস্টার শেয়ার করে নিয়ে তাপসী লিখেছেন, 'একটা নতুন শহরে, আবার একবার, ঝড় তুলতে আসছে 'হাসিনা দিলরুবা'।
আরও পড়ুন: Govir Joler Mach: স্বস্তিকা, তৃণা, উষসী আর অনন্যা কিন্তু 'গভীর জলের মাছ'!
আগামীতে শাহরুখ খানের সঙ্গে 'ডাঙ্কি' ছবিতে দেখা যাবে তাপসীকে। ইতিমধ্যেই দর্শকেরা দেখে ফেলেছেন তাঁদের লুক। প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এর আগে দর্শকেরা রাজকুমার হিরানির 'মুন্নাভাই এমবিবিএস', কিংবা 'থ্রি ইডিয়টস', অথবা 'পিকে'র মতো ছবি পরিচালনা করেছেন। বক্স অফিসে ঝড় তোলা সেই সব ছবির পর বলিউডেক কিং খানকে নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক।
এই ছবিতে কিং খানের বিপরীতে কাজের প্রসঙ্গে তাপসী পান্নু বলেন, 'এই সুযোগে আমি অত্যন্ত খুশি। কারণ, এই সুযোগ আমি শুধুমাত্র প্রতিভার জোরে পেয়েছি। কেউ কারও নাম বলে দেওয়ার জন্য আজ আর কেউ ফোন তোলে না। আমি এই ছবিতে কাজের সুযোগ পেয়েছি, কারণ, আমার কাজ কারও পছন্দ হয়েছে তাই।'
তাপসী পান্নু আরও বলেন, 'এটা যে সত্যিই হয়েছে, সেটা বিশ্বাস করার জন্য আমি নিজেই নিজেকে চিমটি কেটে দেখেছি। আমি বড় হয়েছিল শাহরুখ খানের ছবি দেখে। তাই আমার কাছে হিন্দি ছবি মানেই শাহরুখ খান। তাই ওঁর বিপরীতে অভিনয় করার সুযোগ আমার কাছে অসাধারণ একটা ব্যাপার। আশা করি আমি যতটা উত্তেজিত, দর্শকও আমাদের জুটি দেখার জন্য ততটাই উত্তেজিত।'
Ek naye sheher mein, phir ek baar…tehelka machaane aa rahi hai, humari Hasseen Dillruba!🥀#PhirAayiHasseenDillruba@aanandlrai @KanikaDhillon @jaypraddesai @taapsee @VikrantMassey @sunnykaushal89 #HimanshuSharma #BhushanKumar #KrishanKumar #ShivChanana @cypplOfficial @TSeries pic.twitter.com/rfFTDQRlMs
— taapsee pannu (@taapsee) January 11, 2023
এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করেছেন তাপসী।