Dharmendra Health Update: হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, উদ্বিগ্ন অনুরাগীরা, তার মধ্যেই শহর ছাড়লেন হেমা মালিনী! কী জানিয়ে গেলেন?
Hema Malini on Dharmendra: সোমবার সকালেই বিমানবন্দরে দেখা গেল হেমা মালিনীকে। তিনি শহর ছাড়ছিলেন।

কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র (Dharmendra)। তিনি কেমন আছেন, তা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। নভেম্বর মাসের ১ তারিখে, শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ধর্মেন্দ্রকে। প্রথমে জানা গিয়েছিল, কিছু রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ধর্মেন্দ্রকে। যদিও পরে হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। ICU-তে রাখা হয় তাঁকে। তবে এখন অবস্থা স্থিতিশীল। (Dharmendra Hospitalised)। পরবর্তীতে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, এই মুহূর্তে চিন্তার কিছু নেই। স্থিতিশীল আছেন ধর্মেন্দ্র। প্যারামিটার্স ঠিক আছে তাঁর। হার্ট রেট ৭০, রক্তচাপ ১৪০/৮০। প্রস্রাবেও সমস্যা নেই। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বেশ কিছু টেস্টও হয়েছে তাঁর। (Bollywood News) আর এবার, ধর্মেন্দ্রর শারীরিক স্বাস্থ্য নিয়ে বড় আপডেট দিলেন হেমা মালিনী (Hema Malini)।
সোমবার সকালেই বিমানবন্দরে দেখা গেল হেমা মালিনীকে। তিনি শহর ছাড়ছিলেন। গোলাপি আর সাদা সালোয়ার শ্যুট পরেছিলেন হেমা মালিনী। তাঁকে গাড়িতে উঠতে দেখা গেল, পাপারাৎজিরা সেখানেই ফ্রেমবন্দি করলেন তাঁকে। সেই সময়ে, পাপারাৎজিরা হেমা মালিনীকে জিজ্ঞাসা করেন, কেমন আছেন ধর্মেন্দ্র? হেমা মালিনী ইঙ্গিত করে জানিয়ে দেন, ভাল আছেন ধর্মেন্দ্র। অনেকের মতে, হেমা মালিনী যখন শহর ছাড়ছেন, তার মানে ভালই আছেন ধর্মেন্দ্র।
আগামী ৮ ডিসেম্বর জন্মদিন ধর্মেন্দ্রর। ওই দিন ৯০-এ পা দেবেন বলিউডের ‘হি-ম্যান’। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসেই চোখে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চলতি সপ্তাহের গোড়াতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ধর্মেন্দ্র নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন বলেও জানা যায়। রোজ রোজ হাসপাতালে ছোটার চেয়ে, একবারে সব টেস্ট করিয়ে নিতে চেয়েছিলেন বলে খবর আসে। ওই ব্যক্তি জানিয়েছিলেন, 'সব টেস্ট হতে দু’-তিন দিন সময় লাগে। ৮৯ বছরে রোজ রোজ ছুটে আসা সমস্যার। তাই নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা, যাতে একবারে সব মিটে যায়। দুই ছেলে সানি এবং ববি দেওল ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও, বাবার স্বাস্থ্য়ের দিকে কড়া নজর রয়েছে তাঁদের। টেস্ট কখন হচ্ছে, রিপোর্ট কী আসছে, সব খবর রাখছেন।'
সোশ্যাল মিডিয়ায় হেমা মালিনীর এই ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে স্বস্তি পেয়েছেন যে, হেমা মালিনী যখন আশ্বস্ত করেছেন, তখন ঠিকই আছেন ধর্মেন্দ্র।























