আসছে ‘হেরা ফেরি ৩’, ফের একসঙ্গে পর্দায় অক্ষয়-পরেশ-সুনীল ত্রয়ী
মুম্বই: অবশেষে বাস্তব হতে চলেছে জল্পনা। রুপোলি পর্দায় ফিরছে টিম ‘হেরা ফেরি’। সূত্রের খবর, ‘হেরা ফেরি ৩’-এর শ্যুটিংয়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। আগের দুটি সংস্করণের মতোই এখানেও দেখা যাবে জনপ্রিয় ত্রয়ী—অক্ষয় কুমার, পরেশ রওয়াল ও সুনীল শেট্টিকে।
ভারতীয় কমেডি সিনেমাগুলির মধ্যে অন্যতম সেরা ‘হেরা ফেরি’। দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করে এই ছবি। বক্স অফিসেও ভাল আয় করে। যে কারণে, ছবির নির্মাতারা স্থির করেছেন তৃতীয় ইনস্টলমেন্ট নিয়ে হাজির হতে।
জানা গিয়েছে, ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন ইন্দ্র কুমার। যিনি ‘মস্তি’ ও ‘ধামাল’ জাতীয় হাসির সিনেমা করেছেন। এদিন ‘হেরা ফেরি ৩’ তৈরির খবর টুইটারে প্রকাশ করেন পরিচালক। লেখেন, ‘হেরা ফেরি ৩’-এর দিকে তাকিয়ে রয়েছি। আগের দুই ইনস্টলমেন্টের মূল চরিত্ররা থাকবেন।
https://twitter.com/Indra_kumar_9/status/999275102201004033সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ছবির শ্যুটিং হবে। মুক্তি পেতে পারে সম্ভবত আগামী বছরের মাঝামাঝি সময়ে। প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি ১’ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। অন্যদিকে, ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি ২’-এর পরিচালক ছিলেন নীরজ ভোরা।