![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sonali Bendre Update: স্বামীর জন্মদিনে রোম্যান্টিক ছবির সঙ্গে আবেগঘন বার্তা সোনালি বেন্দ্রের
২০১৮-র জুলাই মাসে সোনালির মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে। আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসা চলে তাঁর। সে বছর ডিসেম্বরে মুম্বই ফিরে আসেন তিনি।
![Sonali Bendre Update: স্বামীর জন্মদিনে রোম্যান্টিক ছবির সঙ্গে আবেগঘন বার্তা সোনালি বেন্দ্রের Here's how Sonali Bendre wished husband Goldie Behl on birthday, know in details Sonali Bendre Update: স্বামীর জন্মদিনে রোম্যান্টিক ছবির সঙ্গে আবেগঘন বার্তা সোনালি বেন্দ্রের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/25/a0746706a52b6d1ea9717ac3d7821b41_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের (Sonali Bendre) স্বামী পরিচালক গোল্ডি বহেলের (Goldie Behl) জন্মদিন আজ। স্বামীর জন্মদিনে রোম্যান্টিক ছবি শেয়ার করে তাঁর প্রতি আবেগঘন বার্তাও দিলেন অভিনেত্রী। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছেন সোনালি বেন্দ্রে। আর তাতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য় তারকারা।
২০১৮-র জুলাই মাসে সোনালির মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে। আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসা চলে তাঁর। সে বছর ডিসেম্বরে মুম্বই ফিরে আসেন তিনি। বলিউড দু’হাত ভরে দিয়েছে তাঁকে। মানসিকভাবে তো বটেই, সৃষ্টিশীলতার দিক থেকেও সব সময় পাশে দাঁড়িয়েছে বলিউড। ছবির জগতে তাঁর আসা স্রেফ টাকা রোজগারের জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পেশাটাকে ভালবেসে ফেলেন। এক সাক্ষাৎকারে বলেন সোনালি বেন্দ্রে।
আরও পড়ুন - World Education Day: এই ছবিতেই রয়েছেন এক জনপ্রিয় বলি নায়িকা, খুঁজে পাচ্ছেন?
ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন স্বামী গোল্ডি বহেলের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন সোনালি বেন্দ্রে। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর কাঁধে মাথা দিয়ে হাত ধরে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন পরিচালক গোল্ডি বহেল। ছবি শেয়ার করে সোনালি বেন্দ্রে লেখেন, ''শুভ জন্মদিন।'' সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে কমেন্ট করে ভালোবাসা প্রকাশ করেছেন এবং গোল্ডি বহেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। টুইঙ্কল খন্না থেকে তাহিরা কাশ্যপ, জোয়া আখতার থেকে আরও অনেক বলি তারকা কমেন্ট করেছেন। হৃত্বিক রোশন কমেন্টে লেখেন, 'বার্থ ডে বয়। ভালোবাসি তোমায়।' অভিনেত্রী ভাগ্যশ্রী লিখেছেন, 'শুভ জন্মদিন। অনেক ভালোবাসা, সুস্বাস্থ্য আর সাফল্য আসুক তোমার জীবনে।'
প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের স্বামী গোল্ডি বহেল তাঁর 'দ্রোনা', 'লন্ডন প্যারিস নিউ ইয়র্ক' এবং আরও বেশ কিছু ছবির জন্য পরিচিত।
আরও পড়ুন - Akshay Kumar Update: চোখ ছানাবড়া হওয়া দামে বাড়ি কিনলেন অক্ষয় কুমার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)