Lata Mangeshkar: কেন একবার ফিল্মফেয়ার পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন লতা মঙ্গেশকর?
আট দশকের দীর্ঘ কেরিয়ার লতা মঙ্গেশকরের। কিংবদন্তি গায়িকা এই দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে বিভিন্ন ভাষায় হাজার হাজার গান গেয়েছেন। পেয়েছেন বহু পুরস্কার। কিন্তু নিজের নিজের নীতি ও আদর্শের সঙ্গে কখনও আপোষ করেননি।
মুম্বই: সদ্যই প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বিরানব্বই বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন তিনি। জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যা। ২৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় করোনা এবং নিউমোনিয়া মুক্তি হলেও দুই অসুখের প্রকোপ কাটিয়ে উঠতে পারলেন না। মাঝে সেরে ওঠার বেশ কিছু লক্ষণ দেখা গিয়েছিল। ধীরে ধীরে সেরে উঠছিলেন তিনি। এমনটাই জানানো হচ্ছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে। কিন্তু শনিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনেও সঙ্গে সঙ্গে দেওয়া হয় বর্ষীয়ান গায়িকাকে। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সকালে অগণিত অনুরাগীকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে সুরলোকে চলে গেলেন সুর সম্রাজ্ঞী। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।
ভারতীয় সঙ্গীত জগতে আট দশকের দীর্ঘ কেরিয়ার লতা মঙ্গেশকরের। কিংবদন্তি গায়িকা এই দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে বিভিন্ন ভাষায় হাজার হাজার গান গেয়েছেন। পেয়েছেন বহু পুরস্কার। কিন্তু নিজের নিজের নীতি ও আদর্শের সঙ্গে কখনও আপোষ করেননি। তার অন্যতম উদাহরণ হিসেবে শোনা যায়, একবার ফিল্মফেয়ার পুরস্কার প্রত্যাখ্যান করেন লতা মঙ্গেশকর।
আরও পড়ুন - Lata Mangeshkar Demise: বিদায়বেলায় লতা মঙ্গেশকরের জন্য 'দোয়া' চাইলেন শাহরুখ খান, ভাইরাল ছবি
১৯৫৮ সাল নাগাদ 'মধুমতী' ছবিতে 'আজা রে পরদেশী' গানের জন্য সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন লতা মঙ্গেশকর। কিন্তু সেই পুরস্কার প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে জানা যায়, পুরস্কারের স্মারকটি একটি নগ্ন মহিলার হওয়ার কারণে তা নিতে অস্বীকার করেন সুর সম্রাজ্ঞী। জানা যায়, পরবর্তীকালে স্মারকটি পোশাকে মুড়ে তাঁকে দেন আয়োজকরা। এবং তিনি তা গ্রহণ করেন।
লতা মঙ্গেশকরের প্রয়ানে শোকস্তব্ধ দেশ বিদেশের অনুরাগীরা। দেশের বাইরে প্রতিবেশী দেশের বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। পরবর্তী প্রজন্ম হয়তো তাঁকে আর চোখের দেখা দেখতে পাবে না। কিন্তু তাঁর সৃষ্টি করা অসংখ্য গান থেকে যাবে চিরকাল।