এক্সপ্লোর
শুরু হল সলমনের রাধে ছবির শ্যুটিং, দেখুন তাঁর সেটে পা রাখার ভিডিও
সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, সেটে তাঁর নাটকীয় পদার্পণ।

মুম্বই: এক্কেবারে ভাইজানোচিত স্টাইলে রাধে ছবির শ্যুটিং শুরু করলেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, সেটে তাঁর নাটকীয় পদার্পণ। তবে সলমনের মুখ দেখা যাচ্ছে না, প্রিয় তারকার পিঠ দেখেই অনুরাগীদের খুশি হতে হবে। দেখুন তাঁর টুইট
আগামী বছর ইদে মুক্তি পাবে রাধে।
#RadheEid2020 . . . Day 1 pic.twitter.com/o9GLYTjMtt
— Chulbul Pandey (@BeingSalmanKhan) November 4, 2019
এছাড়া প্রথম দিনের শ্যুটিং ঘোষণা করে একটি ক্ল্যাপার বোর্ডেরও ছবি দিয়েছেন সলমন।
আগামী বছর ইদে মুক্তি পাবে রাধে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















