এক্সপ্লোর
রণবীরের বিয়ে করার এটাই আদর্শ সময়, বললেন বাবা ঋষি কপূর

মুম্বই: মুক্তির সঙ্গে সঙ্গে পরিষ্কার, মেগাহিট হতে চলেছে তাঁর ছবি সঞ্জু। ছেলের সাফল্যে খুশি পাঁচটা মধ্যবিত্ত বাবার মতই রণবীর কপূরের বাবা ঋষি এবার তাঁর বিয়ে দিতে চাইছেন। বর্ষীয়াণ অভিনেতা ঋষি কপূর রণবীর ও তাঁর ঘনিষ্ঠতম বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। লিখেছেন, দুই বন্ধুর বিয়ে করার এটাই সেরা সময়! [embed]https://twitter.com/chintskap/status/1012964079277752320[/embed] রণবীর এখন প্রেম করছেন আলিয়া ভট্টের সঙ্গে। তাৎপর্যপূর্ণভাবে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ব্রহ্মাস্ত্র-র সেটে তাঁদের দুজনের ঘনিষ্ঠতা। এর আগে অয়ন ও রণবীর কাজ করেছেন ওয়েক আপ সিড ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















