এক্সপ্লোর
Advertisement
''লতাজীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে! প্রত্যেক শিল্পীরই একজনের অনুপ্রেরণা দরকার'', রাণু প্রসঙ্গে বললেন হিমেশ
"আমাদের ভেবে দেখতে হবে কোন পরিপ্রেক্ষিতে লতাজী এই মন্তব্য করছেন। কোনও সঙ্গীতশিল্পীকে নকল করা মোটেই ভাল নয়। তবে কারও থেকে অনুপ্রেরণা নেওয়া, খুবই প্রয়োজন।", মত সুরকার-গায়ক হিমেশের।
মুম্বই: রাণু মণ্ডলকে নিয়ে লতা মঙ্গেশকরের বক্তব্যকে ভুল বুঝছেন নেটিজেনরা। প্রত্যেক শিল্পীর জীবনেই একজনের অনুপ্রেরণা দরকার।
"আমাদের ভেবে দেখতে হবে কোন পরিপ্রেক্ষিতে লতাজী এই মন্তব্য করছেন। কোনও সঙ্গীতশিল্পীকে নকল করা মোটেই ভাল নয়। তবে কারও থেকে অনুপ্রেরণা নেওয়া, খুবই প্রয়োজন।", মত সুরকার-গায়ক হিমেশের। বুধবার রাণু মণ্ডলের গানপ্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেখানে হাজির ছিলেন রাণুও।
হিমেশ আরও বলেন, কুমার শানু তো সবসময় বলে এসেছেন তিনি কিশোর কুমারের দ্বারা অনুপ্রাণিত। নিজের গায়কীর প্রসঙ্গ টেনে সুরকার বলেন, তাঁর হাই পিচে গান গাওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। নাকি সুরে গান করেন বলে ব্যঙ্গও করেছেন অনেকে। কিন্তু, আন্তর্জাতিক স্তরে এটাই এখন ট্রেন্ড, দাবি হিমেশের।
"হ্যাপি হার্ডি অ্যান্ড হির" ছবির জন্য হিমেশের সুরে গান গেয়েছেন রানাঘাটের রাণু। মোট তিনটি গান এখনও পর্যন্ত রেকর্ড করেছেন তিনি।
রানাঘাটের রাণু মণ্ডলের গান এক সহমর্মীর উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় আপলোড হবার পরই তা ভাইরাল হয়ে যায়। রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে প্রায় স্বপ্নের উড়ানে চড়ে বলিউডে পা রাণুর।
স্ট্রিট সিঙ্গার থেকে তাঁর বলিউডে প্লে-ব্যাক সিঙ্গার হয়ে ওঠার গল্প এখন নেটদুনিয়ার অন্যতম চর্চার বিষয়।
রাণু মণ্ডল লতা মঙ্গেশকরের গাওয়া "এক পেয়ার কা নাগমা হ্যায়" গেয়ে নজর কাড়েন। কিন্তু লতাজী রাণু প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, প্রত্যেক শিল্পীরই নিজস্বতা থাকা দরকার। অনুকরণ করে বেশিদূর এগনো যায় না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement