Hina Khan: 'ক্ষত নয়, অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আশার আলো দেখতে পাচ্ছি', পোস্টে প্রত্যয়ী হিনা খান
Hina Khan Health Update: হিনা খান লেখেন, 'এই ছবিতে আপনি কী দেখছেন? আমার শরীরে ক্ষতের দাগ নাকি আমার চোখে আশার আলো? এই ক্ষতগুলো আমার, আমি ভালবাসার সঙ্গে এগুলোকে আলিঙ্গন করেছি...।'
নয়াদিল্লি: কঠিন লড়াইয়ের মুখে অভিনেত্রী হিনা খান (Hina Khan)। স্টেজ থ্রি স্তন ক্যান্সারে (Breast Cancer Stage Three) আক্রান্ত অভিনেত্রী হিনা খান। শুরু হয়েছে তাঁর কেমোথেরাপি পর্বও। প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই লড়াইয়ের নানা অধ্যায় নথিবদ্ধ রাখছেন। শনিবারও পোস্ট করলেন কিছু ছবি। তাতে স্পষ্ট 'ক্ষত'! কিন্তু মুখে হাসি বলছে জয়ের পথে এগিয়ে চলেছেন তিনি।
'লড়াইয়ের ক্ষত' নিয়ে ছবি পোস্ট হিনা খানের
পরনে ইলেকট্রিক পিঙ্ক রঙের রেসারব্যাক টপ ও কালো প্যান্ট, একগুচ্ছ ছবি পোস্ট করেন এদিন হিনা। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে গলায়, হাতের নিচের অংশে, কালো 'ক্ষত'। কেমোথেরাপির ফল। তবে অভিনেত্রীর মুখে চওড়া হাসি, হাতে 'ভিকট্রি' সাইন। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখলেন 'আশার কথা'।
হিনা খান লেখেন, 'এই ছবিতে আপনি কী দেখছেন? আমার শরীরে ক্ষতের দাগ নাকি আমার চোখে আশার আলো? এই ক্ষতগুলো আমার, আমি ভালবাসার সঙ্গে এগুলোকে আলিঙ্গন করেছি কারণ আমার যে উন্নতি প্রাপ্য তার প্রথম ধাপের প্রতীক এগুলো। আমার চোখের আশা হচ্ছে আমার আত্মার প্রতিফলন, ফলে আমি সুড়ঙ্গের শেষ প্রান্তের আলোর ঝলক প্রায় দেখে ফেলেছি। আমি আমার দ্রুত আরোগ্যের প্রকাশ করছি। এবং আপনার জন্যও প্রার্থনা করছি।'
View this post on Instagram
আরও পড়ুন: New Movie Update: মৈনাকের পরিচালনায় বড়পর্দায় রাপ্পা রায়, অভিনয়ে ফের অমর্ত্য-রাজনন্দিনী জুটি
অভিনেত্রীর পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে, তাঁর মনে বল জুগিয়ে কমেন্ট করেছেন মিকা সিংহ, রুচিকা কপূর, মোনা সিংহ, মাসাবা গুপ্তা, জুহি পারমার প্রমুখ। কিছুদিন আগেই চুল কেটে ফেলেন অভিনেত্রী। সাধ করে বড় করা লম্বা চুল, সারাক্ষণ ক্যামেরার ঝলকানি, হাজারো স্টাইল, এমনই জীবনের বড় একটা অংশ কাটে অভিনেত্রীদের। ব্যতিক্রম নন হিনা খানও। চিকিৎসার কারণে সেই চুলই কেটে ছোট করলেন তিনি। শখ করে, নতুন হেয়ারস্টাইল বা চরিত্রের প্রয়োজনে নয়, অসুস্থতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী নিজের হাতেই কাটেন চুল। পোস্ট করেন ভিডিও। তার আগে পোস্ট করেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বেরিয়ে সোজা হাসপাতালে যাওয়ার ভিডিও। সেদিনই শুরু হয় তাঁর কেমোথেরাপি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।