‘প্রতিদিন তোমাকে মিস করি’, শ্রীদেবীর স্মৃতিচারণায় জাহ্নবী
শ্রীদেবীর স্মৃতিচারণায় কপূর পরিবার।
নয়াদিল্লি: আরব আমিরশাহির জুমেইরা এমিরেটস টাওয়ারস হোটেলে বলি তারকা শ্রীদেবীর মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় শ্রীদেবী জলে ডুবে মারা গিয়েছেন। পাঁচতারা হোটেলের বাথরুমে বাথটাবে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি এই খবর আসার পর থেকেই কপূর পরিবারে কান্নার রোল পড়ে যায়। সে সময় মা হারা জাহ্নবী ও খুশির পাশে দাঁড়িয়েছিল গোটা কপূর পরিবার। পাশে ছিল গোটা বলিউড। দেখতে দেখতে ২ বছর কেটে গেল। শ্রীদেবীর মৃত্যুর বছর দুয়েকের মধ্যে কপূর পরিবারেও অনেক ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তাঁদের প্রিয় শ্রীদেবীকে তাঁরা এক মুহূর্তের জন্যও ভোলেননি। বরং ‘হাওয়া হাওয়াই’ তারকা সর্বদা থেকেছেন কপূর পরিবারের চেতনায় এবং প্রার্থনায়।
আজ শ্রীদেবীর প্রয়াণ দিবসে তাঁকে নিয়ে এমনই মর্মস্পর্শী লেখা লিখে বলি তারকাকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন অনিল কপূর। অনিল তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, “শ্রী... ২ বছর হয়ে গেল, প্রতিদিন তোমাকে মিস করেছি। পুরনো স্মৃতিগুলো অম্লমধুর। তোমার কাছে আরও সময় থাকলে ভাল হত, তুমি নিজের ভালবাসার মানুষগুলোর সঙ্গে থাকতে পারতে। তুমি আমাদের চেতনায় ও প্রার্থনায় সর্বদা বিরাজমান।”
View this post on Instagram
মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে জাহ্নবী লিখেছেন, ‘প্রতিদিন তোমাকে মিস করি।’ শ্রীদেবীর ছবি পোস্ট করে স্মৃতিচারণা করেন সোনম কপূর, সঞ্জয় কপূর, সুনীতা কপূর সহ পরিবারের আরও সদস্যরা।
View this post on Instagram