এক্সপ্লোর
Advertisement
অ্যামাজন কর্তার ছবি শেয়ার করে অনুপম খেরের মশকরা, টাকা ঢাললেও টাকে চুল গজায় না
নিজের টাক নিয়ে এবার মজা করলেন বিখ্যাত অভিনেতা। অনুপম খের জানালেন, টাকে চুল গজানোর জন্য কোটি টাকা ঢাললেও লাভ হয় না।
মুম্বই: সুদর্শন। সৌম্যকান্তি চেহারা। কিন্তু মাথাজোড়া টাক। সিনেপ্রেমীরা অনুপম খেরকে বরাবর এমন রূপেই দেখে এসেছেন।
নিজের টাক নিয়ে এবার মজা করলেন বিখ্যাত অভিনেতা। অনুপম খের জানালেন, টাকে চুল গজানোর জন্য কোটি টাকা ঢাললেও লাভ হয় না।
রবিবার সোশ্যাল মিডিয়ায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা তথা চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও)জেফ বেজোসের একটি ছবি পোস্ট করেছেন অনুপম খের। সেই ছবিতে বড় বড় হরফে লেখা, ‘পৃথিবীর ধনীতম ব্যক্তিরও মাথাজোড়া টাক। এর থেকে প্রমাণ হয়, টাকের কোনও চিকিৎসা হয় না।’ সঙ্গে আরও লেখা, ‘তাই টাকে চুল গজানোর পেছনে ছুটে আর টাকা খরচ করবেন না।’
ছবিটি শেয়ার করে অনুপম খের মজা করে লেখেন, ‘সারা বিশ্বের টাকমাথাদের জন্য। টাকমাথারাই সুন্দর। এক চুলের জন্য বেঁচে গিয়েছি।’ সঙ্গে কয়েকটি ইমোজিও দেন বর্ষীয়ান অভিনেতা।
অনুপমের পোস্ট ভাইরাল হয়। অনেকেই তাঁর হাস্যরসের প্রশংসা করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement