৪৪-এ পা ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনার, জেনে নিন কিছু অজানা তথ্য
গত এক দশক ধরেডব্লিউডব্লিউই-র মুখ রয়েছেন জন সিনা।
![৪৪-এ পা ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনার, জেনে নিন কিছু অজানা তথ্য Happy Birthday John Cena: From being a BTS fan to marrying high school sweetheart, UNKNOWN facts about WWE star ৪৪-এ পা ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনার, জেনে নিন কিছু অজানা তথ্য](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/23200219/john-dcena-new.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আজ ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনার জন্মদিন। ৪৪ বছরে পা দিলেন এই চ্যাম্পিয়ন। গত এক দশক ধরেডব্লিউডব্লিউই-র মুখ রয়েছেন জন সিনা। বিশ্বব্যাপী, অগনিত ভক্ত রয়েছে এই সুপারস্টার কুস্তিগীরের। অনুগামীদের সর্বদা মাতিয়ে রাখতে পছন্দ করেন জন। শুধু মার্কিন কুস্তিগীরই নন, জন সিনা একজন অভিনেতা, র্যাপ গায়ক, সফল টিভি ভাষ্যকারও।
বহু প্রতিভার অধিকারী জন সিনা তাঁর অনুগামীদের কাছে 'সিনাটিয়ন লিডার', 'দ্য চেন গ্যাং সোলজার' ও 'দ্য চ্যাম্প' নামেও পরিচিত। অনেকেই জানেন না নিক্কি বেল্লার সঙ্গে তাঁর ৬ বছরের সম্পর্ক ছিল। এমনকী, এনগেজমেন্টও হয়ে গিয়েছিল। কিন্তু, দুজনের মধ্যে মতের অমিল হওয়ায় পরে তা ভেঙে যায়। অবশ্য তার আগে, স্কুলের বান্ধবীকে বিয়েও করেছলেন জন। তিন বছরেই সেই দাম্পত্য জীবনে যবনিকাপাত ঘটে। আজ জন সিনা সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরা হল।
ম্যাসাচুশেটসের ওয়েস্ট নিউবেরিতে জন্মান জন সিনা। পুরো নাম জন ফেলিক্স অ্যান্টনি সিনা জুনিয়র। ১৯৯৮ সালে স্প্রিংফিল্ড কলেজ থেকে ফিজিওলজি নিয়ে স্নাতক হন তিনি। পরবর্তীকালে, পেশাদার বডি বিল্ডিংয়ে যোগ দেন। পেশাদার কুস্তিগীর হওয়ার আগে কিছুদিন লিমুজিন গাড়ির চালক হিসেবেও কাজ করেছেন সিনা।
১৯৯৯ সালে পেশাদার রেসলিংয়ে যোগ দেন তিনি। আল্টিমেট প্রো রেসলিংয়ে হাতেখড়ি হয় তাঁর। ২০০০ সাল যোগ দেন ডব্লিউডব্লিউই-তে। পাঁচবার মার্কিন চ্যাম্পিয়ন, চারবার বিশ্ব ট্যাগ চ্যাম্পিয়ন এবং ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন সিনা। এর মধ্যে ১৩ বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ।
রেসলিংয়ের পাশাপাশি, অভিনেতা হিসেবেও নাম করেন সিনা। বহু হলিউড ছবিতে অভিনয় করেছেন। যেমন -- মেরিন, ট্রেনরেক, ফার্দানান্দ, বাম্বলবি ইত্যাদি। আবার একইধারে র্যাপ গায়কও তিনি। ২০০৫ সালে নিজের গানের অ্যালবাম প্রকাশ করেন সিনা, যা প্ল্যাটিনাম হিট করে।
সিনা বহুবার স্বীকার করেছেন তিনি কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর ভক্ত। ২০০৯ সালে হাইস্কুলের বান্ধবী এলিজাবেথ হুবারড্যুকে বিয়ে করেন তিনি। তিন বছর পর ডিভোর্স হয়। পরে তিনি নিক্কি বেল্লার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ৬ বছর পর তাও শেষ হয়। বর্তমানে শেই শারিয়াতজাদের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)