এক্সপ্লোর
২৯-এ পা, কার্তিকের জন্মদিনে বাবা, মায়ের সারপ্রাইজ
শুক্রবার জীবনের ২৯তম বসন্তে পা রাখলেন বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ন।

নয়াদিল্লি: শুক্রবার জীবনের ২৯তম বসন্তে পা রাখলেন বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ন। তাঁকে সারপ্রাইজ দিতে শ্যুটিংস্থলেই হাজির তাঁর মা, বাবা। ছোটবেলার ছবি দিয়ে কেক সাজানো হল কেক। তারপর কার্তিককে দিয়ে সেই কেক কাটালেন তাঁর মা, বাবা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ‘সনু কি টিটু কি স্যুইটি’-র অভিনেতা। ওই ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “জন্মদিনে বাবা মা যখন সারপ্রাইজ দিল।”
প্রসঙ্গত, খুব শীঘ্রই বড় পর্দায় আসছে কার্তিকের ছবি ‘পতি পত্নী অর ম্যায়’। এই ছবিতে তাঁর সঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা যাবে ভূমি পেদনেকর ও অনন্যা পাণ্ডেকে। তাঁর পরবর্তী ছবি ‘দোস্তানা পার্ট টু’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















