![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের ঐতিহাসিক ১০০০ তম পর্ব শুক্রবার
১০০০ তম পর্বের দোরগোড়ায় দাঁড়িয়ে ‘করুণাময়ী রাণী রাসমণি’।
![‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের ঐতিহাসিক ১০০০ তম পর্ব শুক্রবার Karunamoyee Rani Rashmoni to telecast 1000 episode on 24th July ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের ঐতিহাসিক ১০০০ তম পর্ব শুক্রবার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/23170652/1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ১০০০ তম পর্বের দোরগোড়ায় দাঁড়িয়ে ‘করুণাময়ী রাণী রাসমণি’। জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় এই ধারাবাহিকের ঐতিহাসিক পর্ব দেখা যাবে শুক্রবার।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ জুলাই শুরু হয়েছিল বাংলা ‘করুণাময়ী রাণী রাসমণি’। দেখতে দেখতে তিন বছর পার করল এই জনপ্রিয় ধারাবাহিক। শুক্রবার ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের জন্মদিনও বটে। আর সেই দিনই ঐতিহাসিক ১০০০ তম পর্বের মাইলস্টোন গড়বে টিম ‘করুণাময়ী রাণী রাসমণি’।
কী থাকছে এই ঐতিহাসিক পর্বে? যে প্রোমো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং একই সঙ্গে টেলিভিশন স্ক্রিনেও সম্প্রচারিত হচ্ছে সেখানে কার্যত পরীক্ষার সম্মুখীন খোদ ‘দক্ষিণেশ্বরের মা ভবতারিণী’। শিবানন্দ ব্রহ্মচারী গদাই ঠাকুরকে বলেন, তাঁর অলৌকিক শক্তি দিয়ে মাটির প্রদীপ প্রজ্বলিত করতে। উত্তরে নিজের আরাধ্যার কথা স্মরণ করে গদাই ঠাকুর বলেন, “মা যে অলৌকিক শক্তি দেখাতে বারণ করেছেন।” এই উত্তর শোনার পর শ্রীরামকৃষ্ণপরমহংস দেবকে ‘ভণ্ড’ বলে তোপ দাগেন শিবানন্দ ব্রহ্মচারী। যার বলিষ্ঠ প্রতিবাদ করতে দেখা যায় রাণী রাসমণিকে। তখন গদাই ঠাকুর তাঁর আরাধ্যাকেই প্রশ্ন করেন, কে প্রমাণ করবে যে তিনি ভণ্ড নন?
এমন নাটকীয় মুহূর্তে শেষ পর্যন্ত কী হবে, ‘মা ভবতারিণী’ কী তাঁর অলৌকিক শক্তি দেখাবেন? সব প্রশ্নের জবাব পাওয়া যাবে ২৪ জুলাই, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়।
উল্লেখ্য, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। তিনি অভিনয় করছেন রাণী রাসমণির চরিত্রে। এই ধারাবাহিকে রাণী রাসমণির স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা গাজী আব্দুল নূরও। ‘করুণাময়ী রাণী রাসমণি’-তে অভিনয় করছেন উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)