এক্সপ্লোর
Advertisement
kiff 2021: শর্ট ফিল্মে এবার চমক ‘চিকেন তেহারি’, পরিবেশন করবেন দুই বঙ্গললনা
১১ জানুয়ারি শিশির মঞ্চে দুপুর ৩ টে এবং ১৩ জানুয়ারি নন্দনের ৩ নম্বর প্রেক্ষাগৃহে সন্ধে ৬ টায় স্ক্রিনিং হবে ‘চিকেন তেহারি’র।
কলকাতা: ‘চিকেন তেহারি’ খেয়েছেন? রেসিপি জানেন? জানেন, এই একটি পদকে ঘিরে তৈরি হতে পারে একটা ছবি? না, রান্না নিয়ে ছবি নয়, ছবির গল্প আবর্তিত হয়েছে এক মধ্যবয়সী মহিলার জীবন ঘিরে। ব্যতিক্রমী জীবন ধারা নয়। আমার-আপনার জীবনের আয়নাই হয়ত এই ছবি। মুম্বইনিবাসী পরিচালক নাসরিনা খানের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘চিকেন তেহারি’। এ বার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে এই হিন্দি শর্ট ফিল্মটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পিয়ালি চট্টোপাধ্যায়। যিনি এক সময় কলকাতারই বাসিন্দা ছিলেন।
অধুনা মুম্বই নিবাসী পিয়ালির বিশ্ববিদ্যালয়ের পরিচিতা নাসরিনা। দুজনেই গণমাধ্যমের পেশায় নিযুক্ত। নাসরিনার ৩য় শর্ট ফিল্ম এটি। গল্পের গুরুগম্ভীর চলন নয়। বরং সাধারণ এক গৃহবধূর জীবনচর্যার মধ্যে দিয়ে এক ভিন্ন ধারার কাহিনি বলবেন পরিচালক। গল্পের প্রধান চরিত্রের একলা বিবাহবার্ষিকী যাপনে চিকেন তেহারি কীভাবে পরিবর্তন আনে, সেটাই দেখার। আপাত সোজাসাপ্টা গল্পের শেষে আছে টার্ন অ্যান্ড ট্যুইস্ট।
১১ জানুয়ারি শিশির মঞ্চে দুপুর ৩ টে এবং ১৩ জানুয়ারি নন্দনের ৩ নম্বর প্রেক্ষাগৃহে সন্ধে ৬ টায় স্ক্রিনিং হবে ‘চিকেন তেহারি’র। কলকাতার চলচ্চিত্র উত্সবেই প্রথম দর্শক দেখবে ছবিটি। পরে অন্যান্য চলচ্চিত্র উৎসবে পাঠানোরও ইচ্ছে আছে, জানালেন নাসরিনা।
২০২০ তে করোনা কালের আগেই জানুয়ারি মাসে মুম্বইয়ে ছবির শুটিং হয়। স্বল্প বাজেটের ছবি ‘চিকেন তেহারি’। অভিনেত্রীর মুম্বইয়ের বাড়িতেই হয় শুটিং। ছবির প্রযোজকও নাসরিনা। এবিপি আনন্দ-কে নাসরিনা জানালেন, সোমবার মুম্বই থেকে কলকাতা উড়ে আসছেন পিয়ালি ও তিনি। ইচ্ছে নিজেদের ছবির প্রথম স্ক্রিনিং দেখা। তবে সবটাই নির্ভর করছে বিমান ঠিক সময়ে ওড়ে কি না তার উপর।
অভিনেত্রী পিয়ালি জানালেন, এই ছবিতে একটিমাত্রই প্রধান চরিত্র আমনা। এ বার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের কম্পিটিশন সেকশনে মনোনীত হয়েছে ছবিটি।
করোনাকালের নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিয়ে ঢাকে কাঠি পড়েছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বর্তমান পরিস্থিতির বিচারেই উদ্বোধনের চেনা ছবির বদলে গিয়েছে ভার্চুয়ালে মাধ্যমে। কিন্তু সেই ব্যবধান অবশ্য ব্যাঘাত ঘটাতে পারেনি অনুষ্ঠানের আন্তরিকতায়। নবান্ন-র সভামঞ্চ থেকেই তাই মুম্বইয়ে শুটিংয়ের ফাঁকে যোগ দেওয়া শাহরুখ খানকে রাখী বন্ধনে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। শাহরুখও 'দিদি'কে আস্বস্ত করে বলে রাখলেন শুধু আসবেনই না, সঙ্গে উপহার নিয়ে পা রাখবেন বঙ্গে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement