ভাইরাল: ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল...’ জ্যাকলিনের হিন্দোলে নেট দুনিয়ায় ঝড়
২৫ মার্চ ‘গ্যানদা ফুল’ নামের একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ করেছে সনি মিউজিক ইন্ডিয়া।
![ভাইরাল: ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল...’ জ্যাকলিনের হিন্দোলে নেট দুনিয়ায় ঝড় Rapper Badshah and Jacqueline Fernandez deliver surprise music video ভাইরাল: ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল...’ জ্যাকলিনের হিন্দোলে নেট দুনিয়ায় ঝড়](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/28060348/Jack.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাংলা। হিন্দি। ইংরাজি। র্যাপে ঝড় বাদশার। আর সেই গানে রীতিমতো সুনামি নামিয়ে আনলেন শ্রীলঙ্কার বিউটি ক্যুইন জ্যাকলিন ফার্নান্ডেজ।
২৫ মার্চ ‘গ্যানদা ফুল’ নামের একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ করেছে সনি মিউজিক ইন্ডিয়া। এই মিউজিক ভিডিওটির মূল অংশ নেওয়া হয়েছে একটি জনপ্রিয় বাংলা লোক সঙ্গীত থেকে। ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল...’, এই গানকে আধার করেই বাদশা ও পায়েল দেব এই গানটি গেয়েছেন। স্ক্রিনে রয়েছেন বলি তারকা জ্যাকলিন। মাঝে মাঝেই তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন র্যাপার বাদশা।
সনি মিউজিকের তরফে এই ট্র্যাকটি পরিকল্পনা করেছেন আদিত্য দেব। দোতারা বাজিয়ে গোটা গানটাকে অন্যমাত্রা দিয়েছেন তাপস রায়। আর এই মিউজিক ভিডিওটির পরিচালনায় ছিলেন স্নেহা শেট্টি কোহলি। জ্যাকলিনের নাচ কোরিওগ্রাফ করেছেন পীযূষ ও সাজিয়া।
View this post on Instagram
এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ২২ লক্ষের ওপরে ভিউ হয়েছে। ইউটিউব ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারেও এই গান নিয়ে চর্চা চলছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)