এবার করোনায় আক্রান্ত 'ব্যাটম্যান' রবার্ট প্যাটিনসন, স্থগিত ছবির শ্যুটিং
এর আগে, একাধিক হলিউড অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছেন...
ওয়াশিংটন: করোনায় আক্রান্ত হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। এই কারণে, থমকে গেল বহু-প্রতিক্ষিত 'দ্য ব্যাটম্যান' ছবির শ্যুটিং।
জানা গিয়েছে, লকডাউন শিথিল হওয়ার পর সম্প্রতি শুরু হয়েছিল ছবির শ্যুটিং। লন্ডনের কাছে চলছিল শ্যুটিং প্রক্রিয়া। কিন্তু, গোড়াতেই কেটে গেল তাল। কয়েকদিনের মধ্যেই, রিপোর্ট আসে, কোভিড-১৯ পজিটিভ হয়েছেন মুখ্য চরিত্রাভিনেতা রবার্ট প্যাটিনসন। এরপরই, নিয়ম অনুযায়ী তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।
ছবির প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স-এর তরফে জানানো হয়েছে, ছবি তৈরির কাজ বর্তমানে স্থগিত রাখা হয়েছে। যদিও, প্যাটিনসনের স্বাস্থ্য সম্পর্কিত কোনও তথ্যই তারা জানায়নি।
এর আগে, সাত সপ্তাহ শ্যুটিং হওয়ার পর লকডাউনের জন্য থমকে যায় ছবি তৈরির কাজ। জানা গিয়েছে, ছবির শ্যুটিং শেষ করতে আরও আনুমানিক তিনমাস লাগবে। নির্মাতাদের আশা, বছর শেষ নাগাদ শেষ হবে 'দ্য ব্যাটম্যান' ছবির শ্যুটিং প্রক্রিয়া।
এর আগে, একাধিক হলিউড অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে-- টম হ্যাঙ্কস, ওলগা কুরিলেঙ্কো ও ইন্দ্রিস এলবা। সম্প্রতি, ডোয়েন জনসনও জানান তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
প্যাটিনসনের আক্রান্ত হওয়ায় ম্যাট রিভস পরিচালিত 'দ্য ব্যাটম্যান' ছবির মুক্তিও পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে। ছবিতে প্যাটিনসন ছাড়াও অভিনয় করছেন পল দানো, জন তুরতুরো, কলিন ফ্যারেল ও জো ক্র্যাভিৎজ।