এক্সপ্লোর
সৌমিত্রের শারীরিক অবস্থার আরও অবনতি, হল অ্যাঞ্জিওগ্রাম ও তৃতীয় ডায়ালিসিস
আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে রবিবার। রক্তে কমে গিয়েছে হিমোগ্লোবিনের মাত্রাও।
![সৌমিত্রের শারীরিক অবস্থার আরও অবনতি, হল অ্যাঞ্জিওগ্রাম ও তৃতীয় ডায়ালিসিস soumitra chatterjee remains in critical condition, likely to go under third dialysis সৌমিত্রের শারীরিক অবস্থার আরও অবনতি, হল অ্যাঞ্জিওগ্রাম ও তৃতীয় ডায়ালিসিস](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/01182648/web-soumitra-still-04-131020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি। বর্ষীয়ান অভিনেতার আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে রবিবার। মাঝে থামলেও রাতের দিকে ফের হয় রক্তক্ষরণ। যা থামাতে চিকিৎসকরা বাধ্য হয়েই করান সিটি অ্যাঞ্জিওগ্রাম।
শুধু রক্তক্ষরণই নয় সৌমিত্রবাবুর রক্তে কমে গিয়েছিল হিমোগ্লোবিনের মাত্রাও। তাই তাঁকে দেওয়া হয় চার ইউনিট রক্ত। আর অ্যাঞ্জিওগ্রামের জন্য ব্যবহৃত ডাই শরীর থেকে ছেঁকে বের করার জন্য করতে হয়েছে তৃতীয় দফার ডায়ালিসিও। বেলভিউ সূত্রে জানা গিয়েছে যে খবর।
ডায়ালিসিসের পর অবশ্য আপাতত তাঁর শরীরের বেশ কিছু প্যারামিটার স্বাভাবিক। রক্তে প্লেটলেট রয়েছে স্বাভাবিক মাত্রায়। ফুসফুস সহ শরীরে বাসা বেঁধেছিল যে সংক্রমণ, কমেছে সেটাও। ক্রিয়েটিনিন, ইউরিয়ার মাত্রাও রয়েছে স্বাভাবিক। স্বাভাবিক ভাবে কাজ করতে কিডনিও। আর কোভিডের ধাক্কায় তৈরি হওয়া স্নায়ুর সমস্যা কাটাতে চালানো হচ্ছে ওষুধ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)