Bheed: পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ, কলকাতার রাস্তায় ওয়াকথন টিম 'ভিড়'-এর
Bheed: চলতি মাসেই মুক্তি পেতে চলেছে রাজকুমার রাওয়ের ছবি 'ভিড়'।
![Bheed: পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ, কলকাতার রাস্তায় ওয়াকথন টিম 'ভিড়'-এর Honoring The 9 Lakh Steps Walked By Each Migrant Worker To Reach Home, Team Bheed Announces A Special Walkathon. Bheed: পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ, কলকাতার রাস্তায় ওয়াকথন টিম 'ভিড়'-এর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/a13a0b5c236cb56c8e4d97d8cc2f998f167904722089347_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একাধিক বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক অনুভব সিনহার'ভিড়'। রাজকুমার রাওয়ের পাশাপাশি এই ছবির কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ কপূর, ভূমি পেডনেকার,আশুতোষ রানা এবং দিয়া মির্জা। ছবির প্রচারে এবার এক অভিনব পন্থা নিল ছবির টিম। আগামী ১৮ই মার্চ, শনিবার একটি বিশেষ ওয়াকথন ঘোষণা করল টিম 'ভিড়'।
লকডাউন চলাকালীন যে পরীযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটে নিজের বাড়ি ফিরেছেন, সেই শ্রমিকদের শ্রদ্ধা জানাতেই এই উদ্য়োগ বলে জানিয়েছে ছবির টিম।
আরও পড়ুন...
GUMRAAH: নির্লিপ্ত মুখে একের পর এক খুন করে চলেছেন আদিত্য়, রহস্য় কি সমাধান করতে পারবেন ম্রুণাল?
প্রসঙ্গত, মুক্তির সদ্য পরেই এই ছবির ট্রেলার নিয়ে বিতর্ক ছড়ায়। ট্রেলারেই দেখা যাচ্ছিল, ২০২০ সালে কোভিড যেভাবে আছড়ে পড়েছিল বিশ্ববাসীর ওপর, ও তার ফলে লকডাউনের সময় মানুষের যে দুর্দশা হয়েছিল, সেই ছবিই উঠে আসতে চলেছে এই সিনেমায়। হাজার হাজার শ্রমিক যেভাবে পায়ে হেঁটে শহর থেকে নিজেদের গ্রামে ফিরছিলেন, তারই হুবহু বর্ণনা উঠে এসেছে এই ছবিতে।
এর পাশাপাশি, ছবিটি টিজারে ১৯৪৭ সালের দেশভাগের ভয়াবহতার একাধিক দৃশ্য়পট ও ২০২০-র লকডাউনের হৃদয়বিদারক ছবিকে ভয়েসওভারের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এরপরই ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেটাগরিকদের একাংশের মত, দেশভাগের সঙ্গে এই ঘটনাকে যুক্ত করা ইচ্ছাকৃত। এতে ভারতকে ছোট করে দেখানো হয়েছে। পাশাপাশি এই ছবিকে ভারত-বিরোধী বলেও দাবি করেছেন অনেকে।
অনেকেই এই ছবির দেশের বিরোধিতা বলে ঘোষণা করেন। তবে ১ সপ্তাহের মাথায় এই ট্রেলার সরানো নিয়েও শুরু হয়েছে বিতর্ক। অনেকে বলেছেন, নির্মাতারা নাকি ভয় পেয়েই এই ট্রেলারটি সরিয়ে দিয়েছেন অফিসিয়াল পেজ থেকে। অনেকের আবার মত, 'একটু বেশিই গণতান্ত্রিক'। আপাতত ভিড় এর ট্রেলারের লিঙ্ক ইউটিউবে নেই। তবে অন্যান্য প্ল্যাটফর্মে রয়ে গিয়েছে ট্রেলারটি। ইউটিউবে কয়েক লক্ষ্য ভিউ হয়ে যাওয়ার পরেও এই ট্রেলারটি হঠাৎ সরিয়ে দেওয়ায় বেশ অবাকই হয়েছেন অনেকে।
থাপ্পড়’ (Thappad) ‘আর্টিকল ১৫’ (Article 15), ‘মুল্ক’ (Mulk), ‘অনেক’ (Anek)- এর মতো অন্য স্বাদের গল্প ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন অনুভব। বিনোদনের মোড়কে এই সমস্ত ছবিগুলির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে সমাজের বিভিন্ন দিককেও। নতুন ছবি 'ভিড়'-এও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার যন্ত্রণা, তাঁঁদের মাইলের পর মাইল অসহায়ের মতো রাস্তায় হাঁটার ছবিকেই পরিচালক তুলে ধরবেন সেই আঁচ পাওয়া গিয়েছিল ট্রেলারেই। সত্যি ছবিকে তুলে আনবার খেসারৎ ই কি দিতে হল পরিচালককে? ট্রেলার সরিয়ে নেওয়ায় রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)