এক্সপ্লোর
একই দিনে মুক্তি ‘কাবিল’-‘রইস’, আমার কাজ দেখে ‘মেন্টর’ শাহরুখ নিশ্চয়ই গর্বিত হবেন, টুইট হৃত্বিকের
মুম্বই: একইদিনে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ‘রইস’ এবং হৃত্বিক রোশন অভিনীত ‘কাবিল’। আর চারিদিকে যখন বাদশার ছবির জয়জয়কার, তখনই জানা যাচ্ছে হৃত্বিক তাঁর অসাধারণ অভিনয়ে দিয়ে মোটেই পিছিয়ে নেই প্রতিযোগিতায়। আর তাঁর পারফরম্যান্স নিশ্চয়ই দাগ কেটেছে তাঁর ‘মেন্টর’ শাহরুখের মনে, টুইটারে পোস্ট হৃত্বিক রোশনের। শুধু তাই নয় হৃত্বিকের ধারণা, তাঁর কাজ দেখে শাহরুখ নিশ্চয়ই গর্ববোধ করবেন।
এদিকে টুইটে হৃত্বিকের মন্তব্য তিনি শাহরুখের কাজ দেখে আগেও অনুপ্রাণিত হয়েছেন, এবারেও হবেন। আর শিষ্য হিসেবে শাহরুখের থেকে টিপসের আশা রাখেন ডুগ্গু।
শাহরুখও টুইটে করে হৃত্বিককে তাঁর ছবির জন্যে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া তিনি আরও লেখেন, দুজনের ছবি মুক্তির দিন আলাদা হলে ভাল হত। আগে দুটি ছবির নির্মাতারাই সিদ্ধান্ত নিয়েছিলেন ছবিগুলো মুক্তি পাবে ২৬ জানুয়ারি। তারপর একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় দুটি ছবির নির্মাতারাই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement