Hridpindo First Look: নববর্ষে প্রকাশ্যে এল শিলাদিত্য মৌলিকের 'হৃদপিন্ড' ছবির প্রথম লুক
Hridpindo First Look: নববর্ষের দিন সকাল সকাল নতুন পোস্টার প্রকাশ পেল 'হৃদপিন্ড' ছবির। সঙ্গে লেখা, 'আশা করি এই ছবি আপনাদের হৃদয়ের স্পন্দন অক্ষুণ্ণ রাখবে'। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ মে।

কলকাতা: একাধারে তিন তিনটি ছবির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থা 'কে এস এস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্ট'-এর (Kss Productions and Entertainment) পক্ষ থেকে। এই সংস্থার সম্প্রতি প্রযোজিত ছবি '৮/১২, বিনয় বাদল দীনেশ বীরগাঁথা'। সেই ছবির সাফল্যের পর এবার নতুন তিনটি ছবির নাম ঘোষণা করা হল।
তিনটি ছবির নাম ও মুক্তির তারিখ ঘোষণা
১৩ মে মুক্তি পাচ্ছে 'হৃদপিন্ড' (Hridpindo)। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। সৌম্য সেনগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'মৃত্যু পথযাত্রী' (Mrityupothojatri)। মুক্তি পাবে ১০ জুন, ২০২২। এরপর অর্জুন দত্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'শ্রীমতি' (Shrimati)। মুক্তির তারিখ ৮ জুলাই।
'হৃদপিন্ড' ছবির প্রকাশ্যে
আজ মুক্তি পেল শিলাদিত্য মৌলিক পরিচালিত 'হৃদপিন্ড' ছবির পোস্টার। ফার্স্ট লুকেই প্রকাশ পেল অভিনেতা অভিনেত্রীদের নামও। ছবিতে তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।

নববর্ষের দিন সকাল সকাল নতুন পোস্টার প্রকাশ পেল 'হৃদপিন্ড' ছবির। সঙ্গে লেখা, 'আশা করি এই ছবি আপনাদের হৃদয়ের স্পন্দন অক্ষুণ্ণ রাখবে'। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ মে।
View this post on Instagram






















