Hridpindo: 'মন কেমনের জন্মদিন' মন ছুঁয়ে গেল শ্রোতাদের, 'হৃদপিন্ড' মুক্তি পাবে ১৩ মে
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান মন কেমনের জন্মদিন। গোটা ভিডিও জুড়ে মুক্তি পেয়েছে ছবির টুকরো টুকরো ঝলক। সেখানে অন্যরকম লুকে ধরা দিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়
কলকাতা: ছবির ঘোষণা হয়েছিল আগেই। আর সদ্য মুক্তি পাওয়া 'মন কেমনের গান' মন ছুঁয়ে গেল দর্শকদের। কান সিং সোধার প্রযোজনা সংস্থা, কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে 'হৃদপিন্ড'। ১৩ মে মুক্তি পাচ্ছে 'হৃদপিন্ড' (Hridpindo)। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি।
মন কেমনের জন্মদিন
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান মন কেমনের জন্মদিন। গোটা ভিডিও জুড়ে মুক্তি পেয়েছে ছবির টুকরো টুকরো ঝলক। সেখানে অন্যরকম লুকে ধরা দিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। সদ্য মুক্তি পেয়েছে শিলাদিত্য মৌলিক পরিচালিত 'হৃদপিন্ড' ছবির পোস্টার। ফার্স্ট লুকেই প্রকাশ পেল অভিনেতা অভিনেত্রীদের নামও। ছবিতে তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।
নববর্ষের দিন সকাল সকাল নতুন পোস্টার প্রকাশ পেয়েছে 'হৃদপিন্ড' ছবির। সঙ্গে লেখা, 'আশা করি এই ছবি আপনাদের হৃদয়ের স্পন্দন অক্ষুণ্ণ রাখবে'। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ মে। ছবিতে দেখা যাবে অনন্যা সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, অভি মিত্র, ডাঃ দীপান্বিতা হাজারী, সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যদের।
এই সংস্থার সম্প্রতি প্রযোজিত ছবি '৮/১২, বিনয় বাদল দীনেশ বীরগাঁথা'। সেই ছবির সাফল্যের পর এবার নতুন তিনটি ছবির নাম ঘোষণা করা হল। ১৩ মে মুক্তি পাচ্ছে 'হৃদপিন্ড' (Hridpindo)। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। সৌম্য সেনগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'মৃত্যু পথযাত্রী' (Mrityupothojatri)। মুক্তি পাবে ১০ জুন, ২০২২। এরপর অর্জুন দত্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'শ্রীমতি' (Shrimati)। মুক্তির তারিখ ৮ জুলাই।
'হৃদপিন্ড' আর্যা, সোমক ও ঋকের প্রেমের গল্প 'হৃদপিন্ড'। এই প্রেমকে ঠিক ত্রিকোণ না বলা গেলেও,যেন একই সম্পর্কের সুতোয় বাঁধা তিনটি মানুষের জীবন। ছবির চিত্রনাট্য অনুযায়ী, আর্যা সায়েন্স কলেজে পড়ান। স্বামী সোমককে নিয়ে তাদের সুখী পরিবার। সোমক তার স্ত্রীয়ের প্রতি অত্যন্ত যত্নশীল। সব ঠিক চলচিল...কিন্তু একদিন হঠাৎই আর্যা একটি অদ্ভুত পরিস্থিতির সামনে পড়ে। ঠিক যেন অতীতে ফিরে যায় , যখন ঋকের প্রেমে পাগল ছিল সে। সে সময় তাদের ভালোবাসা ছিল অত্যন্ত আবেগপূর্ণ। তিনজনের মধ্যেই তৈরি হয় মানসিক দ্বন্দ্ব। কীভাবে যেন একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে তারা। এর পরের গল্প জানা যাবে পর্দায়।