Hrithik Roshan: জন্মদিনে দেশি কুকুরকে দত্তক, হৃতিকের সিদ্ধান্তকে সাধুবাদ জানাল বলিপাড়া
বয়স বাড়ার দিনে সোশ্যাল মিডিয়ায় 'পওসাম' ভিডিও ভাগ করে নিলেন হৃতিক রোশন। নায়কের সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত বলিউড তারকারা।
![Hrithik Roshan: জন্মদিনে দেশি কুকুরকে দত্তক, হৃতিকের সিদ্ধান্তকে সাধুবাদ জানাল বলিপাড়া Hrithik Roshan adopted an Indian street dog on his birthday, share cute video on social media Hrithik Roshan: জন্মদিনে দেশি কুকুরকে দত্তক, হৃতিকের সিদ্ধান্তকে সাধুবাদ জানাল বলিপাড়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/11/bc8cdb75847cad9fa64463387302deb0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: জন্মদিনে নতুন বন্ধুকে নিজের বাড়িতে নিয়ে এলেন তিনি। ছোট্ট চারপেয়ে কখনও কার্পেট ধরে টানছে, কখনও বল চিবোচ্ছে কখনও দৌড়ে বেড়াচ্ছে গোটা বাড়িতে। আদরের সঙ্গী নাম রাখলেন 'মোঙ্গলি'। বয়স বাড়ার দিনে সোশ্যাল মিডিয়ায় 'পওসাম' ভিডিও ভাগ করে নিলেন হৃতিক রোশন। নায়কের সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত বলিউড তারকারা।
জন্মদিনে ছোট্ট এক চারপেয়ের ভিডিও আপলোড করেন হৃতিক। কুকুরটি কোনও বিদেশি জাতের নয়, ভারতীয় সারমেয়। ভিডিও আপলোড করে হৃতিক লেখেন, ' হ্যালো পৃথিবী, আমি মোঙ্গলি। মানুষেরা আমায় সেই নামেই ডাকে। আমায় গাড়ির নিচে খুঁজে পেয়েছিল রোজি। ও আমার মত অনেকেরই খেয়াল রাখে। আমার পৃথিবীটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য় ধন্যবাদ। আশা করি এবার তোমাদের সবার সঙ্গে এবার আমার আরও বেশি করে দেখা হবে। আমার সঙ্গে যখনই দেখা হবে আমায় হাই বোলো কেমন?'
এই কুকুরটিতে দত্তক নিয়েছেন হৃতিক। তাঁর এই কাজে উচ্ছ্বসিত বলি তারকারা। সবাই অভিনন্দন জানিয়েছেন তাঁর সিদ্ধান্তকে। সবাই লিখেছেন। এটি একটি 'পওসাম' ভিডিও।
জন্মদিনেই মুক্তি পেয়েছে 'বিক্রম বেদ' জন্মদিনে ঋত্বিকের প্রথম লুক। 'বেদ' হিসেবে প্রথম লুক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেতা নিজেই। ছবিতে মুখভর্তি দাড়ি-গোঁফে বেশ রুক্ষ ও কঠোর ভাব চোখে পড়ছে অভিনেতার মুখে। সেই সঙ্গে চোখে সানগ্লাস, উশকোখুশকো চুল এবং মুখে রক্ত। পরনে কালো ভি-গলা কুর্তা দেখা যাচ্ছে। গলায় কালো কারও পরে থাকতে দেখা গেল। ছবিটি পোস্ট করে অভিনেতা হিন্দি ও ইংরেজিতে লেখেন 'বেধা'। ছবি পোস্ট হতেই শুভেচ্ছায় ভরেছে তাঁর পোস্ট। এই ছবিতে হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে সেফ আলি খান ও রাধিকা আপ্তেকে। ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল ছবি 'বিক্রম বেদ'-এর রিমেক এটি। ওই ছবিতে আর. মাধবন ও বিজয় সেতুপথি ছিলেন। তামিল ছবির মতোই হিন্দি 'বিক্রম বেদ'-এর পরিচালনা করবেন পুষ্কর ও গায়ত্রী।
ভারতীয় লোককাহিনি 'বিক্রম ও বেতাল'-এর উপর ভিত্তি করে নির্মিত একটি নতুন ধরনের অ্যাকশন থ্রিলার সিনেমাটি একজন কঠোর পুলিশ অফিসারের গল্প বলে যে একজন গ্যাংস্টারকে খুঁজে বের করতে এবং হত্যা করতে উদ্যোগী হয়। প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে হৃত্বিক রোশনের। প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন হৃত্বিক রোশন। এই ছবিতে রয়েছেন অনিল কপূরও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)