Hrithik Roshan Birthday: 'তোমার থেকে শেখা উচিত মেয়েদের কীভাবে সম্মান করতে হয়', হৃতিকের জন্মদিনে খোলা চিঠি মায়ের
Pinkie on Hrithik Roshan Birthday: এক্কেবারে ছোট্ট হৃত্বিকের, অন্যটি হৃত্বিকের বর্তমানের। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে পিঙ্কি এক ভারি মিষ্টি লেখা লিখেছেন। তাঁর কথায়..
কলকাতা: তাঁকে বলা হয় বলিউডের 'গ্রীক গড'। পর্দা হোক বা ব্যক্তিগত জীবন.. সবসময় তিনি থেকেছেন চর্চায়। প্রশংসায় অথবা বিতর্কে। আজ ৫০ বছরে পা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan)। বয়সের সঙ্গে সঙ্গে যেন তাঁর স্টারডম বেড়েছে, আরও হৃতিকে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। কিন্তু জন্মদিনে এই বলি তারকার ছবি শেয়ার করে, হৃতিক রোশনের মা দুনিয়ার সামনে তুলে ধরলেন এক অচেনা হৃতিককে। যাঁকে হয়তো চেনেন না অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় আজ হৃত্বিকের দুটি ছবি শেয়ার করে নিয়েছেন মা পিঙ্কি রোশন (Pinki Roshan)। একটি ছবি এক্কেবারে ছোট্ট হৃতিকের, অন্যটি হৃতিকের বর্তমানের। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে পিঙ্কি এক ভারি মিষ্টি লেখা লিখেছেন। তাঁর কথায়, 'তুমি যখন পৃথিবীতে এলে, তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে মানুষকে খুশি রাখার , হাসানোর আর তোমার চারিদিক খুশিতে ভরিয়ে রাখার। সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে তুমি বাঁচার সিদ্ধান্ত নিয়েছো নিজের শর্তে। তুমি যেভাবে নারীদের সম্মান জানিয়েছো, সেটা কেবল উদাহরণ হয়েই থেকে যায়নি, বরং তোমার বয়সী সমস্ত পুরুষকে কার্যত লজ্জায় ফেলে দিয়েছে। তোমার গোটা জীবনটাই কাটছে মানুষের জন্য, মানুষের কাজে। তুমি নির্বাণ লাভ করো। টপকে যাও জীবনের সমস্ত বাধা। তোমার খুশিই আমার কাছে গোটা পৃথিবীর খুশির সমান। যে তোমার বয়স ৫ মাস হোক বা ৫০.. তুমি চারকালীন আমার ছেলে। শুভ জন্মদিন আমার ভালবাসা। আকাশকে বুঝিয়ে দাও, ৫০ হয়েছে বলেও তুমি স্বপ্ন দেখতে ভয় পাওয়া না কখনও।'
ছোটবেলা উচ্চারণগত সমস্যা ছিল হৃতিকের। চারপাশে বন্ধুরা যখন অনর্গল কথা বলত, হৃতিককে তখন বাক্যগঠন করতেই সমস্যায় পড়তে হতো। শিশু হিসাবে মনের ভাব প্রকাশ করতে পারছেন না, এর চেয়ে কষ্টের শৈশব হয়তো হয় না। হৃতিকের নিজের কথায়, 'স্কুলে যখন মৌখিক পরীক্ষা হতো, আমি কামাই করতাম। অসুস্থ হয়ে পড়তাম। হাত ভেঙে বসতাম। বা পেশির চোট লাগত।' রীতিমতো স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হতে হয়েছিল কিশোর হৃতিককে। লড়াইটা ছিল মানসিকও। এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছিলেন, রাঁধুনিকে নিজের আব্দারের পদ রাঁধতে বলার জন্য ৩৬ ঘণ্টা প্র্যাক্টিস করতে হয়েছিল তাঁকে।
View this post on Instagram
আরও পড়ুন: Babul Supriyo on Rashid Khan Death: 'বিমানবন্দরে আলাপ, রাশিদের সঙ্গে বাকি থেকে গেল কত চড়া রেওয়াজ'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।