এক্সপ্লোর
Advertisement
‘ওয়ার’ সিনেমার সহ অভিনেতা টাইগার শ্রফের তারিফ হৃত্বিক রোশনের
একজন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। আর একজন হিন্দি সিনেমায় অভিষেকের পর থেকেই সাড়া ফেলেছেন। দ্বিতীয়জন আবার প্রথমজনের প্রতি অনুরাগের কথা কখনও গোপন করেননি। প্রথমজন দলেন হৃত্বিক রোশন, আর অন্যজন টাইগার শ্রফ। এই দুজনকে এবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। আগামী সিনেমা ‘ওয়ার’-এ অভিনয় করেছেন হৃত্বিক ও টাইগার।
নয়াদিল্লি: একজন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। আর একজন হিন্দি সিনেমায় অভিষেকের পর থেকেই সাড়া ফেলেছেন। দ্বিতীয়জন আবার প্রথমজনের প্রতি অনুরাগের কথা কখনও গোপন করেননি। প্রথমজন দলেন হৃত্বিক রোশন, আর অন্যজন টাইগার শ্রফ। এই দুজনকে এবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। আগামী সিনেমা ‘ওয়ার’-এ অভিনয় করেছেন হৃত্বিক ও টাইগার। সম্প্রতি সিনেমার ট্রেলার সামনে এসেছে। টিজারে তাঁদের দুজনের রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্য দেখা গিয়েছে।
টাইগার শ্রফ নিজেই একাধিকবার জানিয়েছেন, তিনি হৃত্বিকের অনুরাগী। বারেবারেই তাঁর মুখে হৃত্বিকের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে। এবার হৃত্বিকও টাইগারের প্রশংসায় পঞ্চমুখ হলেন। সম্প্রতি একটি সাক্ষাত্কারে হৃত্বিক টাইগারের প্রতিভার তারিফ করেছেন।
হৃত্বিক সাক্ষাত্কারে বলেছেন, টাইগারের সঙ্গে সিনেমায় শ্যুটিং করে বেশ মজা হল। ওর সম্পর্কে যতটাই বলি না কেন, তা পর্যাপ্ত হবে না। ওর যে প্রতিভা রয়েছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না।
টিজারে টাইগার ও হৃত্বিককে একে অপরের সঙ্গে ফাইট করতে দেখা গিয়েছে।তাঁদের দুজনকে একটি বাইক সিকোয়েন্সেও দেখা গিয়েছে। টিজার থেকেই ইঙ্গিত, হৃত্বিক ও টাইগারের আগামী সিনেমায় প্রচুর অ্যাকশন দৃশ্য থাকতে পারে।
এই সিনেমাতে দেখা যাবে বাণী কপূরকেও। আগামী অক্টোবরে এই সিনেমা মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement