Vikram Vedha: চলতি মাসেই 'বিক্রম বেদা'র ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার, ঘোষণা হল তারিখ
Vikram Vedha: গতবছর ২৯শে সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি।
কলকাতা: ঋত্বিক রোশন (Hrithik Roshan) আর সইফ আলি খান (Saif Ali Khan)-এর ছবি 'বিক্রম বেদা' ইতিমধ্য়েই দর্শকের হিটলিস্টে। বড়পর্দায় মুক্তি পাওয়ার পর ওটিটিওতেও সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিল এই ছবি। এবার টেলিভিশনে হতে চলেছে 'বিক্রম বেদা'র (Vikram Vedha) ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। ৯জুলাই, অর্থাৎ এই রবিবার কালার সিনেপ্লেক্সে সম্প্রচারিত হবে এই ছবি।
উল্লেখ্য়, ১২মে জিও সিনেমা অ্য়াপে মুক্তি পেয়েছিল 'বিক্রম বেদা'র (Vikram Vedha)।
এই সিনেমায় সইফ আলি খানের চরিত্রের নাম বিক্রম। তাঁর চরিত্র একজন পুলিশ অফিসারের। অন্যদিকে ঋত্বিকের চরিত্র একজন গ্যাংস্টারের । তাঁর চরিত্রের নাম বেদা। এই দুই চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প।
ছবি মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় 'বেদা' হিসেবে নিজের লুক শেয়ার করে ঋত্বিক লিখেছিলেন, 'বিক্রম বেদার যাত্রা শুরু হয় মহামারী এবং অনিশ্চয়তার সঙ্গে তার নিজস্ব বাহ্যিক চ্যালেঞ্জ নিয়ে... কিন্তু এখন ফিরে তাকালে মনে হয়, তা সবটাই আমাদের প্রস্তুতি ও কাজে অবদান রেখেছে। স্কাইডাইভিংয়ের মতোই এই সফর আমার কাছে ভয়ঙ্কর ও দুর্দান্ত ছিল।'
আরও পড়ুন...
বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?
কলকাতাতেও আয়োজন করা হয়েছিল ছবির ট্রেলারের বিশেষ স্ক্রিনিংয়ের। সেখানেও হাজির ছিলেন ছবির সঙ্গে যুক্ত মানুষেরা।
'একটা গল্প বলি স্যর? ধৈর্য্য ধরে, মন দিয়ে শুনবেন। এবার কেবল আনন্দই পাবেন না.. অবাকও হবেন..' হাড় হিম করা ঠান্ডা কন্ঠস্বর। এই ছবির টিজারের শুরুটা হয়েছিল এভাবেই। আর ট্রেলারের শেষেও রইল এই একই সংলাপ। কেবল সেখানে রইল সইফ আলি খানের প্রশ্ন, 'তোমার খেলাটা ঠিক কী?' ততোধিক ঠাণ্ডা গলায় ঋত্বিকের উত্তর, 'সেটাই তো আপনাকে খুঁজে বের করতে হবে স্যার।' প্রায় ৩ মিনিটের ট্রেলারের প্রায় গোটাটা জুড়েই ছিলেন ঋত্বিক রোশন আর সইফ আলি খান (Saif Ali Khan)। নিজস্ব জায়গা বজায় রেখেছিলেন রাধিকা আপ্তেও। আর ট্রেলারের শেষে কেবল ঘুরতে থাকে একটাই প্রশ্ন, কেবল কি সাদা আর কালোই হয় পৃথিবীতে? নাকি তার মধ্যেও কিছু লুকিয়ে থাকে.. ধূসর কিছু?
'বিক্রম বেদা' হৃত্বিকের কেরিয়ারের ২৫ তম ছবি। এই ছবির গান 'অ্যালকোহলিয়া'তে বেদার 'উন্মত্ত নৃত্য' দেখা গেছিল। গানটিতে দেশি ছোঁয়া মিলেছিল। গানটি গেয়েছিলেন, বিশাল শেখর জুটির সঙ্গে স্নিগ্ধজিৎ ভৌমিক ও অনন্যা চক্রবর্তী। মনোজ মুন্তাসিরের লেখা গানে সুর দিয়েছিলেন বিশাল-শেখর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন