পুলে হাজির শিয়াল-ময়ূর, মায়ের জন্মদিনের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে মত হৃত্বিক রোশনের
পিঙ্কি রোশনকে তাঁর ৬৮তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে হৃত্বিক লেখেন যে তিনি খুব 'ভাগ্যবান' যে তিনি এমন একজন মানুষকে মা হিসেবে পেয়েছেন।
মুম্বই: মায়ের জন্মদিনে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বলিউড তারকা হৃত্বিক রোশন। মা পিঙ্কি রোশনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন হৃত্বিক। সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি শিয়াল ও কয়েকটি ময়ূর এসেছে তাঁর সঙ্গে দেখা করতে।
পিঙ্কি রোশনকে তাঁর ৬৮তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে হৃত্বিক লেখেন যে তিনি খুব 'ভাগ্যবান' যে তিনি এমন একজন মানুষকে মা হিসেবে পেয়েছেন। তিনি লেখেন, 'মানে, একেই বলে ভাগ্য। সূর্য, চাঁদ, শিয়াল, ময়ূর, সকলে আজ আমার মায়ের জন্মদিনে আমার সঙ্গে দেখা করতে সকালে বেরিয়ে এসেছিল। আমি কি সবচেয়ে ভাগ্যবান নই! সবচেয়ে ভাগ্যবান আমি তোমার ছেলে হয়ে জন্মে। আমার মনে হয় সেই কথা জানান দিতেই ওরা এসেছিল। তোমার যাত্রা থেকে দেখে শিখে আরও বেশি ভাগ্যবান মনে হয় নিজেকে। আমরা এক আত্মা। আর প্রত্যেক জন্মে আমরা একত্রিত হব। আমি তোমাকে ভালবাসি। কথায় যা প্রকাশ করতে পারব না। শুভ ৬৮, ছোট্ট মেয়ে।'
View this post on Instagram
ভিডিওয় দেখা গেল, একটি ছোট্ট শিয়াল পুল থেকে জল খাচ্ছে, আবার কয়েকটি ময়ূর এসেছে পুলে।
আরও পড়ুন: মিষ্টি ছবি পোস্ট করে মালাইকাকে জন্মদিনের শুভেচ্ছা অর্জুন কপূরের, মজার কমেন্ট করিনার