(Source: Poll of Polls)
Swara Bhasker Marriage: স্বামীর পাশে দাঁড়িয়ে হঠাৎ কেন কান্নায় ভেঙে পড়লেন স্বরা?
Swara Bhasker Marriage: সঙ্গে ছিল স্বামী ফাহাদ, ছিল পরিবারের লোকজনও। তবুও এদিন চোখের জল যেন বাঁধ মানল না স্বরার।
কলকাতা: আড়ম্বরহীন এক প্রেমের গল্প, ভালবাসার সাজে শুরু নতুন পথ চলা। বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। বিয়ের পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বা বিশেষ বিবাহ আইন অনুযায়ী রেজিস্ট্রি সেরেছেন তাঁরা।
সম্প্রতি ভাইরাল হল স্বরার শ্বশুড়বাড়ি যাওয়ার অর্থাৎ বিদাইয়ের মুহূর্তের একটি ভিডিও। অভিনেত্রীর এক বন্ধুর শেয়ার করা সেই ভিডিওয় দেখা যাচ্ছে বিদাইয়ের মুহূর্তে চোখ ছলছল মুখ নিয়ে স্বামী ফাহাদ আহমেদের পাশে দাঁড়িয়ে রয়েছেন স্বরা। আবেগঘন এই ভিডিও শেয়ার করার পরই কমেন্টের বন্য়া সোশ্য়াল মিডিয়ায়।
Seeing off bestie @ReallySwara on her vidai, an emotionally charged and overwhelming moment for all of us...tough guy, Ishan Bhaskar a.k.a. Abu, in shades for a reason 😎 and the gruff Commodore @theUdayB chose to remain out of frame. Special thanks to Muba. ❤️❤️❤️ pic.twitter.com/uYv8OTs27m
— Sinjini (@sinjini_m) March 18, 2023">
মায়ের শাড়ি ও গয়না পরে, খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের মানুষদের নিয়ে বিয়ে করেছেন স্বরা। অভিনেত্রীদের মধ্যে স্পষ্টভাষী ও দৃঢ় বলেই পরিচিতি রয়েছে স্বরার। আর তাই জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে তিনি যে ছকভাঙা পথে হাঁটবেন সে আর নতুন কী! পাত্র ফাহাদ আহমেদের সঙ্গে বলিউডের কোনও যোগ নেই। রাজনীতির সূত্র ধরেই প্রেমের শুরু তাঁদের।
প্রসঙ্গত, বিয়ের ছবি ট্যুইটারে শেয়ার করে স্বরা লিখেছিলেন, 'ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য এমন যে একটি আইন রয়েছে, তাতে আমি ধন্য। নিজের পছন্দ মতো সঙ্গী নির্বাচন, তাঁকে বিয়ে করার অধিকার, এগুলো যেন বিশেষ সুবিধা হিসেবে দেখা না হয়। এগুলো যেন স্বাভাবিক ভাবেই অর্জন করে মানুষ।'
আরও পড়ুন...
Tu Jhoothi Main Makkaar: মাত্র ১১ দিনেই ১০০ কোটির ক্লাবে 'তু ঝুঠি ম্য়ায় মাক্কার'
বিয়ের দিন মেরুনরঙা শাড়িতে সেজেছিলেন স্বরা। রঙমিলান্তি করে ফাহাদ পরেছিলেন মেরুন কাজ করা জহর কোট। মালাবদল, আইনি কাগজে সাক্ষরে বিয়ে সারা তাঁদের। ঢোলের ছন্দেও পা মেলালেন নবদম্পতি। সাদা গোলাপের মালায় বাঁধা পড়ল তাঁদের জীবন। স্বরা ফাহাদের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন পর্দা থেকে শুরু করে রাজনীতির ব্যক্তিত্বরাও।
অন্য়দিকে, স্বরা-ফাহাদের বিয়ের কার্ড ছিল ৩ পাতার। প্রথম ছবিতে, যেন পিছন থেকে একটি দৃশ্যের দিকে তাকিয়ে রয়েছেন স্বরা-ফাহাদ আর এক পোষ্য বেড়াল। কী সেই দৃশ্য? যুগলে আসলে বিয়ের কার্ডে দেখাতে চেয়েছেন, কীভাবে হয়েছিল তাঁদের বিয়ে, তারপর প্রেম। স্বরা ও ফাহাদের দেখা হয়েছিল সিএএ-র প্রতিবাদ মিছিলে। তাই বিয়ের কার্ডেও রয়েছে সেই পোস্টার, 'কাগজ হাম নেহি দিখায়েঙ্গে'। এছাড়াও রয়েছে 'হাম সব এক হ্যায়' লেখা পোস্টার। সেই দৃশ্যে দেখা মিলেছে একটি ব্রিজ, মহাত্মা গাঁধীর ছবি, মেরিন ড্রাইভ, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র পোস্টার, গালিব নামে তাঁদের প্রিয় পোষ্য বেড়াল, আর ভালবাসার বার্তা।