Hum Do Hamare Do Trailer: আগামীকাল মুক্তি পাচ্ছে 'হম দো হমারে দো' ছবির ট্রেলার, ঘোষণা অভিনেত্রীর
দীপাবলিতে মুক্তি পাচ্ছে পরিচালক অভিষেক জৈনর ছবি 'হম দো হমারে দো'। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও ও কৃতি শ্যানন। রয়েছেন পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানা,রত্না পাঠকের মত অভিনেতারাও।
মুম্বই: আগামীকাল মুক্তি পাচ্ছে রাজকুমার রাও ও কৃতি শ্যানন অভিনীত 'হম দো হমারে দো' ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী কৃতি শ্যানন। ক্যাপশনে লেখেন, 'কাল আসছে আমাদের "ফ্যামিলিওয়ালা" ট্রেলার!' আগামী ২৯ অক্টোবর, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ছবিটি।
ওটিটি প্ল্যাটফর্মে এবার বিগ রিলিজ। দীপাবলিতে মুক্তি পাচ্ছে পরিচালক অভিষেক জৈনর ছবি 'হম দো হমারে দো'। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও ও কৃতি শ্যানন। রয়েছেন পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানা, রত্না পাঠকের মত অভিনেতারাও।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। 'হম দো হমারে দো' ছবির টিজারে দেখা যায় মা-বাবাকে দত্তক নেওয়ার কথা রাজকুমারকে জানাচ্ছেন কৃতি। টিজার দেখেই বোঝা যাচ্ছে ছবিটি কমেডি ঘরানার। এই ছবিতে সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন সচিন জিগর ও ছবিটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। এর আগে কৃতি শ্য়ানন ও রাজকুমার রাওকে দেখা গেছিল 'বরেলী কি বরফি' ছবিতে। এই দু'জনের পাশাপাশি আয়ুষ্মান খুরানাকেও দেখা গেছিল সেই ছবিতে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কৃতি শ্যানন অভিনীত 'মিমি'। লক্ষ্ণণ উতেকর পরিচালিত ছবিটি রীতিমত সাড়া ফেলে দিয়েছিল দর্শক মহলে। এই ছবিতে সারোগেট মাদারের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। তাঁর সঙ্গে দেখা মিলেছিল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীরও। তবে এই ছবিতে কৃতির অভিনয় মুগ্ধ করেছিল সিনেমাপ্রেমী দর্শককে। এই ছবির জন্য় ১৫ কেজি ওজনও বাড়াতে হয়েছিল এই বি-টাউন সুন্দরীকে। দর্শকের বিচারে এই ছবিটি ছিল ২০২১-এর অন্য়তম সেরা ছবি।
অন্য়দিকে, ২০১০ সালে কেরিয়ার শুরু করে ইতিমধ্য়েই ২৫টিরও বেশি ছবিতে কাজ করে ফেলেছেন অভিনেতা রাজকুমার রাও। যার মধ্য়ে উল্লেখযোগ্য় 'লভ সেক্স ঔর ধোকা', 'রাগিনি এমএমএস', 'গ্যাংস অফ ওয়াসেপুর - পার্ট ২', 'কাই পো চে', 'কুইন', 'সিটিলাইটস', 'নিউটন', 'শাদি মে জরুর আনা', 'স্ত্রী'-এর মত আরও বেশ কয়েকটি।