Huma Qureshi: অডিশন না দিয়েই কীভাবে 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবিতে সুযোগ পান হুমা?
Huma Qureshi Updates: সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানাচ্ছেন যে, এই ছবির জন্য তাঁকে অডিশন দিতে হয়নি।
মুম্বই: অনুরাগ কাশ্যপের পরিচালনায় 'গ্যাংস অফ ওয়াসেপুর' (Gangs Of Wasseypur) ছবি দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi)। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানাচ্ছেন যে, এই ছবির জন্য তাঁকে অডিশন দিতে হয়নি। বরং, পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সঙ্গে তাঁর কিছু কথপোকথনই তাঁকে এই ছবিতে সুযোগ করে দিয়েছিল।
কীভাবে 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবিতে কাজের সুযোগ পান হুমা কুরেশি?
জানা যায়, বলিউডে অভিনয় কেরিয়ার শুরু করার আগে একাধিক বিজ্ঞাপনে কাজ করতেন হুমা কুরেশি। বি টাউনের প্রথম সারির সমস্ত নায়কদের সঙ্গে বিজ্ঞাপনে দেখা যেত তাঁকে। তেমনই, আমির খানের বিপরীতে একটি বিজ্ঞাপনে তাঁকে দেখেই নিজের পরবর্তী ছবিতে কাজের প্রস্তাব দেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এক সাক্ষাৎকারে হুমা বলছেন, 'বিজ্ঞাপনের সেটা চার দিনের একটা শ্যুটিং চলছিল। তার দ্বিতীয় দিনের শ্যুটিংয়ে অনুরাগ কাশ্যপ আমাকে বলেন যে, তিনি আমাকে একটি ছবিতে কাজ করাতে চান। আর আমি এতটাই বোকা ছিলাম যে, আমি তাঁকে বলি, আমি তো সবে সবে মুম্বই এসেছি। আমি শুনেছি এখানে কাজ পেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। এত সহতে কাজ পাওয়া যা নাকি! আমার সেই কথা শুনে অনুরাগ বলেন, 'তুই পাগল নাকি!' আমি বলেছিলাম একটু একটু। তারপরই 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবির কাজ পাই। আমাকে এমনকি অডিশনও দিতে হয়নি।'
হুমা কুরেশি আরও বলছেন, 'আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার স্ট্রাগল করার সময়টা খুব দীর্ঘ ছিল না। এটাকে আমি আমার সৌভাগ্য বলেই মনে করি। প্রথম ছবিটাই আমি খুব সহজে পেয়ে গিয়েছিলাম। পরবর্তী ৪ থেকে ৫টা ছবিও সহজে পেয়ে যাই। এরপর আমি বুঝতে পারতাম না যে কী করতে হবে। লক্ষ্যে পৌঁছনোর জন্য আমাকে কী করতে হবে, তার জন্য কখনও চিন্তা করিনি।'
প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমা কুরেশি বলেন, 'আমরা একজন মহিলার শরীরের দিকে দেখি আর তাকে নিয়ে নানারকম মন্তব্য করি। এতে সেই ব্যক্তির আত্মবিশ্বাসে আঘাত লাগে। আমরা এমনই একটি বিষয়ের উপর ছবি তৈরি করছি। যেখানে এই সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি এর মাধ্যমে আমরা একটা স্বাস্থ্যকর কথপোকথনও করতে পারব।' অভিনেত্রী হিসেবে অনেকদিন আগেই বলিউডে পা রাখেন হুমা। এবার তাঁকে দেখা যাবে প্রযোজক হিসেবে। বি টাউনে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে হুমা কুরেশির। এই ছবি পরিচালনা করছেন সতরাম রমানি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে হুমা কুরেশি, সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল এবং মহৎ রাঘবেন্দ্রকে। শীঘ্রই এই ছবির মুক্তির দিন ঘোষণা হবে বলে জানা যাচ্ছে।