Priyanka Chopra: বলিউডে কীভাবে কোনঠাসা করা হয়েছিল তাঁকে? মুখ খুললেন প্রিয়ঙ্কা
Priyanka Chopra: কেন বলিউড ছাড়তে হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে? এইমুহূর্তে এই খবরেই সরগরম বলিউড।

কলকাতা: প্রিয়ঙ্কা চোপড়া এইমুহূর্তে একজন আর্ন্তর্জাতিক স্তরের অভিনেত্রী। কিছুদিন আগে তাঁকে নিয়ে একটি ট্য়ুইট করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। লিউড কুইন তাঁর ট্য়ুইটারে লিখেছিলেন,'প্রিয়ঙ্কার বিরুদ্ধে দল বানিয়েছিল বলিউডের একাংশ, এঁদের মধ্য়ে অন্য়তম পরিচালক কর্ণ জোহর (Karan Johar) । প্রিয়ঙ্কাকে একজন স্বপ্রতিষ্ঠিত মহিলাকে এই মানুষগুলো বলিউড ছাড়তে বাধ্য় করেছিল।'
কঙ্গনা এখানে কর্ণ জোহর ও শাহরুখের প্রসঙ্গও তুলেছিলে। জানিয়েছিলেন, কর্ণ এবং শাহরুখ বন্ধুত্বের কথা সবসমই তুলে ধরা হয়, কিন্তু এঁদের সঙ্গে মিলে মুভি মাফিয়ারা দুর্বল বহিরাগতদের কোণঠাসা করে দেয়, এবং প্রিয়ঙ্কাকে ক্রমাগত হয়রানি করা হচ্ছিল। আর এই কারণেই ভারত ছাড়তে বাধ্য় হন তিনি।'
কর্ণ জোহরকে উদ্দেশ্য় করে কঙ্গনা জানিয়,'এই ঘৃণ্য, ঈর্ষান্বিত,এবং বিষাক্ত ব্যক্তিকে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট করার জন্য দায়ী করা উচিত। তার গ্যাং এবং মাফিয়া পিআরকে বহিরাগতদের হয়রানির জন্য দায়ী করা উচিত। '
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পিগি চপস। তিনি জানান, বলিউডের একাংশ তাঁকে সিনেমার কাস্ট করা বন্ধ করে দিয়েছিল। যদিও এমনটা কারা করেছিল সেই নাম তিনি জানাননি।
আরও পড়ুন...
একইসঙ্গে চার শহরে মুক্তি পাচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান'-এর পোস্টার
এর পাশাপাশি তিনি জানান, “আমি এখন ভাবি আমি কোথায় আছি। আমি যা অনুভব করেছি তা প্রকাশ করতে আমি সক্ষম। যাঁরা আমার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছিল, আমি তাদের ক্ষমা করে দিয়ে, অনেক এগিয়ে গেছি। এখন আমি শান্তিতে ভালভাবে কাজ করতে পারছি। আর এই কারণেই আমি এবিষয়ে খোলামেলা ভাবে কথা বলতে পারছি।”
'সিটাডেল'-এর সাংবাদিক বৈঠকে অভিনেত্রী আরও জানান যে, এই বিষয়ে কথা বলতে এইমুহূর্তে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী অনুভব করছেন।
প্রসঙ্গত, একদা প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, বলিউডে নাকি তাঁকে 'কালো বেড়াল' বলা হত। তথাকথিত ফর্সা নন তিনি, তাই বলিউডে তাঁকে ‘ব্ল্যাক ক্যাট’ বলে সম্বোধন করা হত। অভিনেত্রীর মতে, আমাদের ঔপনিবেশিক অতীতের ধারণা থেকেই এই মনোভাব তৈরি হয়েছে। ১০০ বছর ধরে ব্রিটিশরা এমনটা বলে গিয়েছেন। আমরা এখনও সেই মানসিকতাই বয়ে নিয়ে চলেছি। অভিনেত্রী মনে করেন, তিনি যথেষ্ট সুন্দরী নন। আর তাই, কাজের ক্ষেত্রে আরও বেশি খাটতে হয়েছে বলে প্রিয়ঙ্কার দাবি করেছিলেন। যদিও তাঁর ভাবনায়, তাঁর যে সব সহকর্মীর ত্বক উজ্জ্বল, তাঁদের থেকে তিনি সম্ভবত কিছুটা বেশি প্রতিভার অধিকারী।





















