Kisi Ka Bhai Kisi Ki Jaan: একইসঙ্গে চার শহরে মুক্তি পাচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান'-এর পোস্টার
Salman Khan’s upcoming film: সলমান খানের আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' নিয়ে চড়ছে উন্মাদনার পারদ।
কলকাতা: সলমান খানের আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' -এর চারটি নতুন পোস্টার লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। বলিউডসূত্রে খবর, আগামী ৬ই এপ্রিল সলমানের মুম্বাই, দিল্লি, ইন্দোর এবং লখনউয়ের চারটি ফ্য়ানগুলিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে পোস্টারগুলি। তবে দুই পোস্টার ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ্য়ে এসেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সলমন খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর (Kisi Ka Bhaai Kisi Ki Jaan) তৃতীয় গান। রোম্যান্টিক (Romantic Song) ঘরানার এই গানের নাম 'জি রহে থে হম' (Jee Rahe The Hum)। এই গানে কণ্ঠ দিয়েছেন খোদ ভাইজান। সোশ্যাল মিডিয়ায় ভাইজানই শেয়ার করেছিলেন এই রোম্যান্টিক গানটি। ক্যাপশনে লিখেছিলেন, 'ওই পড়ার যে ধাপটা থাকে যেখানে কোনও ধাপই নেই, সেটা করেই দেখিয়ে দিন... প্রেমের কথা তো জানা নেই কিন্তু পড়ে যাওয়া নিশ্চিত...'। ছবির মুক্তিতে এখনও ত্রিশ দিন বাকি।
আরও পড়ুন...
Leander-Kim Relationship: সম্পর্কে ইতি টানলেন লিয়েন্ডার পেজ ও কিম শর্মা?
প্রায় ৮ বছর পর ফের নেপথ্য কণ্ঠে শোনা যাবে সলমনের গান। অমল মলিকের তৈরি এই গানে বিশেষ নতুন কিছু না থাকলেও একেবারে আদ্যন্ত প্রেমের গান এটি। গানের ভিডিওয় দেখা যাচ্ছে সহ-অভিনেত্রী পূজা হেগড়ের মন জয়ের চেষ্টা করছেন সলমন। গানে গানে নিজের ভালবাসার কথা স্বীকার করছেন তিনি। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের শুরুর আভাসই এই গান। ভিডিওয় দেখা মিলেছে রাঘব জুয়াল, জসসি গিল ও সিদ্ধার্থ নিগমকে, সলমনের বন্ধুদের ভূমিকায়। এছাড়া শেহনাজ গিল, পলক তিওয়ারি ও ভিনালি ভাটনগরকেও দেখা গেছে ভিডিওয়।
ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে দেখা যাবে সলমন খান, ভেঙ্কটেশ ডগ্গুবতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, অভিমন্যু সিংহ, রাঘব জুয়াল, জসসি গিল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভিনালি ভাটনগরকে। সলমন খানের ছবির সমস্ত উপাদান - অ্যাকশন, পারিবারিক ড্রামা, রোম্যান্স সবই রয়েছে এতে। ২০২৩ সালের ইদে মুক্তি পাবে 'কিসি কা ভাই কিসি কি জান'।
'কিসি কা ভাই কিসি কি জান' ছবির প্রথম গান 'নইয়ো লাগদা'। এই গান দিয়ে দীর্ঘদিন বাদ ফের জুটি বাঁধছেন সলমন খান এবং হিমেশ রেশমিয়া। নেট দুনিয়ায় গানের টিজার মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।