এক্সপ্লোর
পরিচালনা খুব কঠিন কাজ, আমি ভয় পাই:শাহরুখ

মুম্বইঃ শাহরুখ খান বলিউড বাদশা, অভিনেতা, প্রযোজক, উপস্থাপক, ব্যবসায়ী, বক্তা, সমস্ত ভূমিকাতেই তিনি সফল। শুধু একটি ভূমিকাতেই তাঁকে এখনও দেখা যায়নি। ক্যামেরার পিছনে পরিচালকের ভূমিকায়। তাঁর দাবি তিনি এই একটি কাজকে খুব ভয় পান এখনও। তাঁর ধারনা পরিচালনা একটি অত্যন্ত কঠিন কাজ, যা মানুষকে সবকিছুর থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাঁর কাছে জানতে চান সাংবাদিকেরা, ভবিষ্যতে কখনও তাঁকে পরিচালকের ভূমিকায় দেখা যাবে কিনা? সেপ্রসঙ্গে শাহরুখের উত্তর, আগামী পাঁচ বছরে পরিচালনা করার জন্যে মনের মধ্যে তাঁকে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।তারপর তিনি ভেবে দেখবেন। বাদশা জানিয়েছেন, তিনি বুঝতে পারেন না কখন ওকে কাট বলতে হবে। তাঁর পরিকল্পনা আছে দু-তিন বছরের মধ্যে পরিচালনা সংক্রান্ত একটি কোর্স করার। তারপরই তিনি বুঝতে পারবেন ক্যামেরার পিছন থেকে কাজ করাটা কতটা উত্তেজক। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘ফ্যান’-এর প্রচারে। তিনি জানিয়েছেন এই ছবির পরিচালক মনীশ শর্মা ছবির চিত্রনাট্য নিয়ে গত দশ বছর ধরে গবেষণা করেছেন। সাত বছর আগে এই ছবির চিত্রনাট্য তৈরি ছিল। কিন্তু মণীশ তাঁর মতো একজন তারকার সঙ্গে কাজ করার দায়িত্ব তখন নিতে রাজি হননি। এতদিন বাদে পরিচালক মানসিক ভাবে প্রস্তুত হয়েছিলেন বলেই, ছবিটি তৈরি হল, জানিয়েছেন বাদশা। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ফ্যান’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















