এক্সপ্লোর
Advertisement
দুবার জেলে গিয়েছেন, নিজেই জানালেন অজয় দেবগণ
মুম্বই: তাঁর এখনকার জীবন থেকে বিতর্ক বহু দূরে। পর্দায় তাঁকে বারবার দেখা যায় রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের ভূমিকায়। কিন্তু অজয় দেবগণ নিজেই জানাচ্ছেন, ২ বার জেল ঘুরে এসেছেন তিনি।
অজয়ের আগামী ছবি রেড। ধনকুবেরদের বাড়ি আয়কর হানা নিয়ে তৈরি হয়েছে এই ছবি, অজয় এতে আয়কর অফিসার। শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি। তা নিয়ে বলতে এসে কাজলের স্বামী জানান, নিজে তিনি দুবার লকআপে কাটিয়েছেন। একবার চুরি করেন বাবা বীরু দেবগণের বন্দুকও।
অজয় আরও বলেছেন, প্রথম ছবি ফুল অউর কাঁটেতে অভিনয় করতে বাধ্য হয়েছিলেন তিনি। তখন বয়স অল্প ছিল, জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল রাস্তায় রাস্তায় ঘোরা আর বন্ধুদের সঙ্গে ফুর্তি করা। তাই বাড়ির লোক জোর করে তাঁকে বলিউডে নামিয়ে দেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর আসল নাম অজয় নয়, বিশাল। নাম নিয়ে গন্ডগোল এড়াতে নাম বদলে ফেলেন তিনি।
অজয় বলেছেন, ১৯৯১-এ যখন তিনি বলিউডে পা রাখছিলেন, বেশ কয়েকজন নতুন অভিনেতা আসেন, প্রত্যেকের নাম বিশাল। তাঁদের মধ্যে একজন আবার অভিনেতা মনোজ কুমারের ছেলে। এ নিয়ে গন্ডগোল তৈরি হবে বুঝে নিজের নাম বদলে অজয় করেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement