Athiya Shetty Update: 'আমি সবসময় তোমার পাশে আছি', ভাই অহনকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট আথিয়া শেট্টির
Athiya Shetty Update: আজই মুক্তি পেয়েছে 'তড়প'। আথিয়া শেট্টির পোস্টে অভিষেক বচ্চন, হুমা কুরেশি সহ একাধিক টিনসেল তারকা কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। অনুরাগীরাও শুভেচ্ছায় ভাসিয়েছেন।
নয়াদিল্লি: বলিউডে ডেবিউ করলেন সুনীল শেট্টির (Suniel Shetty) ছেলে অহন শেট্টি (Ahan Shetty)। প্রথম ছবি 'তড়প' (Tadap)। ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। ভাইয়ের প্রথম ছবি মুক্তি উদযাপন করতে সোশ্যাল মিডিয়ায় একটি থ্রোব্যাক ছবি পোস্ট করলেন তিনি। অহন শেট্টি অভিনীত 'তড়প' ছবিতে দেখা যাবে অভিনেত্রী তারা সুতারিয়াকে (Tara Sutaria)। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল আজ, ৩ ডিসেম্বর।
কী পোস্ট করলেন আথিয়া শেট্টি? (What Did Athiya Shetty Post?)
তারকা-কন্যা তাঁর ভাইকে শুভেচ্ছা জানালেন নিজেদের একটা ছোটবেলার ছবি পোস্ট করে। জানালেন ভাইয়ের পাশে তিনি সবসময় আছেন। পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার জন্য, অন্য সবকিছুর আগে, তুমি বড় হয়ে যে মানুষটা তৈরি হয়েছ তার জন্য আমি সর্বদা গর্বিত। ভিতর পর্যন্ত একজন নম্র, সদয়, সৎ এবং অনুগত মানুষ। আমি আশা করি ও প্রার্থনা করি যেন তুমি যেখানেই যাও আলো খুঁজে পাও... তোমার সময় এখন ও সবসময়! ভালবাসা... সর্বদা তোমার পাশে আছি।'
View this post on Instagram
আথিয়া শেট্টির পোস্টে অভিষেক বচ্চন, হুমা কুরেশি সহ একাধিক টিনসেল তারকা কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। অনুরাগীরাও শুভেচ্ছায় ভাসিয়েছেন।
গতকাল 'তড়প' ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সুনীল শেট্টি, তাঁর স্ত্রী মানা শেট্টি (Mana Shetty), আথিয়া শেট্টি প্রমুখরা। এছাড়া প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সলমন খান (Salman Khan) ও কাজল (Kajol)।
আরও পড়ুন: Akshay Kumar Update: 'মুগ্ধ ও চিন্তিত,' নুসরত ভারুচা অভিনীত 'ছোরি' দেখে মন্তব্য অক্ষয় কুমারের