এক্সপ্লোর
মেয়ে সারার পর এবার বলিউডে পা রাখতে চলেছেন ছেলে ইব্রাহিমও, জানালেন সইফ
সারা ইতিমধ্যেই কয়েকটি ছবি করে ফেলেছেন। তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।

মুম্বই: মেয়ে সারা আলি খান আগেই বলিউডে পা রেখেছেন। এবার আসতে চলেছেন ছেলে ইব্রাহিম আলি খানও। এমনই জানালেন বলিউড তারকা সইফ আলি খান। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ইব্রাহিমের অবশ্যই বলিউডে আসা উচিত। ওকে দেখতে সুন্দর। আমার চেয়ে ও সুন্দর। ও অত্যন্ত আকর্ষণীয় পুরুষ। তবে ওর বয়স খুব কম। আমি চাই, ও আগে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করুক, তারপর অভিনয় জগতে পা রাখুক।’ সারা ইতিমধ্যেই কয়েকটি ছবি করে ফেলেছেন। তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। সইফ নিজে জনপ্রিয় অভিনেতা। তাঁর মা শর্মিলা ঠাকুরও জনপ্রিয় অভিনেত্রী। সইফের দ্বিতীয় স্ত্রী করিনা কপূরও জনপ্রিয় অভিনেত্রী। দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা। এরই মধ্যে ইব্রাহিম সম্পর্কে এই মন্তব্য করলেন সইফ। তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংহের ছেলে-মেয়ে সারা ও ইব্রাহিম। করিনার প্রথম সন্তান তৈমুর। বড়পর্দায় সইফকে শেষবার দেখা গিয়েছে ‘জওয়ানি জানেমন’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তব্বু ও নবাগতা আলায়াকে। ‘দিল বেচারা’-তেও ক্যামিও চরিত্রে দেখা যায় সইফকে। এরপর তিনি ‘ভূত পুলিশ’ এবং রানি মুখোপাধ্যায়ের বিপরীতে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতেও অভিনয় করবেন। এছাড়া প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’ ছবিতেও দেখা যাবে সইফকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















