Saif Ali Khan Update: পাননি গাড়ি, অটো করেই আহত সেফকে হাসপাতালে নিয়ে যান ছেলে ইব্রাহিম
Saif Ali Khan News: আজ অস্ত্রোপচারের পরে সেফের টিমের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অস্ত্রোপচার হয়ে গিয়েছে। এখন আর কোনও বিপদ নেই অভিনেতার।

কলকাতা: পর পর ৬ বার ছুরিকাঘাত। এর মধ্যে দুটি আঘাত এতটাই গভীর ছিল যে হতে পারত প্রাণসংশয়ও। বাড়িতে ঢুকে এক আততায়ী হামলা করেছে সেফ আলি খান (Saif Ali Khan)-এর ওপর। আপাতত আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। আঘাত লাগার পরেই সেফকে নিয়ে আসা হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় চিকিৎসা। তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান। বর্তমানে হাসপাতালে এসে পৌঁছেছেন সারা আলি খানও। তবে শোনা যাচ্ছে, সেফকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাকি গাড়ি পাননি ইব্রাহিম!
শোনা যাচ্ছে, সেইদিন সেফ বা করিনা কারোরই কোনও শ্যুটিং ছিল না। বাইরে যাওয়ার পরিকল্পনাও ছিল না। ফলে বাড়িতে ছিল না কোনও নিরাপত্তারক্ষী। বাড়িতে সদস্যরা ছাড়াও ছিলেন পরিচারক পরিচারিকারা। বাবার ওপর হামলার খবর পেয়েই মধ্যরাতে এসে পৌঁছন ইব্রাহিম আলি খান। তবে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতেই বাধে বিপত্তি। দেখা যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনও গাড়িই তৈরি নেই। সময় নষ্ট না করে ইব্রাহিম সেফকে অটো করেই ২ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যান। করিনা কপূর খানকে দেখা যায়, তিনি অটোর সামনে দাঁড়িয়ে বাড়ির হাউজ স্টাফেদের সঙ্গে কথা বলেছিলেন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ, সেফের আঘাত এতটাই গুরুরত ছিল যে সেফকে হাসপাতালে নিয়ে যেতে এতটুকুও দেরি করতে চাননি ইব্রাহিম। পিঠে ছুরির আঘাত এতটাই জোরে করা হয়েছিল যে ছুরির অংশ ভেঙে ঢুকে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অস্ত্রোপচার করে সেই অংশ বের করে দেওয়া হয়েছে। আপাতত বিপদ মুক্ত অভিনেতা। তবে তাঁকে রাখা হয়েছে অবজারভেশনে।
আজ অস্ত্রোপচারের পরে সেফের টিমের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অস্ত্রোপচার হয়ে গিয়েছে। এখন আর কোনও বিপদ নেই অভিনেতার। তাঁকে রাখা হয়েছে আই সি ইউ-তে। এখনও পর্যন্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। চিকিৎসকেরা নজর রাখছেন তাঁর স্বাস্থ্যের দিকে। পরিবারের বাকি সদস্যরা সুস্থ রয়েছেন আর নিরাপদে রয়েছেন। Dr. Niraj Uttamani, Dr. Nitin Dange ও Dr Leena Jain-এর তত্ত্বাবধানে রয়েছেন সেফ। অনুরাগীদের ধন্যবাদ জানানো হয়েছে ও চিন্তা না করতে বলা হয়েছে।
আরও পড়ুন: Kareena Kapoor Khan: বিপদ কেটেছে সেফের, তবে থাকতে হবে হাসপাতালেই! কী জানাচ্ছেন করিনা?






















