Ideas Of India 2025: অভিনেতা হিসেবে পারিশ্রমিক নেন না, অ্যাওয়ার্ড জেতা নিয়েও মাথাব্যথা নেই, আমির বরাবরই অন্যরকম
Aamir Khan: তারে জমিন পর বানানোর সময় ভেবেছিলেন ডিসলেক্সিয়া নিয়ে ছবি কে দেখবে? কার আগ্রহ থাকবে? কিন্তু নিজে গল্প শুনে কেঁদেছিলেন। পছন্দ হয়েছিল গল্প। ব্যাস আর কোনও দিকে তাকাননি। বানিয়ে ফেলেন ছবিটি।

Ideas Of India 2025: আমির খান মানেই একদম অন্য কিছু। তিন বছরে একটা সিনেমা রিলিজ হয় তাঁর। যে ধরনের বিষয় নিয়ে ছবি তৈরি করেন, তা অনেকে ভাবতেও পারেন না। একসময়ের রোম্যান্টিক হিরো কমেডিয়ান হিসেবেও দাপট দেখিয়েছেন সিলভার স্ক্রিনে। তবে রোম্যান্টিক হিরোর ঘরানা ছেড়ে আমির বেরিয়ে এসেছেন অনেকদিন আগেই। অনেক বছর আগেই স্টিরিওটাইপ ভেঙে অভিনয় করেছেন 'রং দে বাসন্তী'- র মতো ছবিতে। কাজ করেছেন 'ডিসলেক্সিয়া'- র মতো রোগের উপর নির্মিত ছবিতেও। এবার আসছে তার সিক্যুয়েলও। তবে এত কিছুর মধ্যে সিনেমার ব্যবসা নিয়ে কিন্তু একদম 'রিস্ক' নেন না আমির। আর তাই বহুবছর ধরে অভিনেতা হিসেবে কোনও পারিশ্রমিক তিনি নেন না। সিনেমার লাভ হলে সেখান থেকে লভ্যাংশ নেন।
এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে এসে আমির খান জানিয়েছেন, প্রায় ২০ বছর হয়ে গেল সিনেমায় অভিনেতা হিসেবে কোনও পারিশ্রমিক নেন না তিনি। আমিরের কথায়, 'আমি এন্টারটেনার। পারফর্মার। পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের যদি আনন্দ, মজা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু সামাজিক বার্তা দেওয়া যায়, সেটাই ভাল। লোকে টিকিট কেটে সিনেমা দেখতে আসেন মজা পাবেন বলে। শুধু জ্ঞান শুনতে কেউ চান না।' সিনেমায় অভিনেতা হিসেবে পারিশ্রমিক না নেওয়া প্রসঙ্গে আমির বলেছেন, 'এতে রিস্ক অনেক কম। যে বাজেটে সিনেমা বানানো হয়, সেটা উঠে আসে। তারপর দর্শকদের ছবি পছন্দ হলে, ব্যবসা ভাল হলে, আমার আয় হয়। নাহলে নয়।'
নিজের কাজ নিয়ে খুশি আমির খান। এই আলোচনা সভায় বারবার অভিনেতা বলেছেন, 'আমি অত্যন্ত ভাগ্যবান যে সেই পেশায় রয়েছি যা আমার পছন্দ। সেই কাজ করি যা করতে আমার ভাল লাগে। অনেক বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ হয়েছে। অনেক ভাল লেখকদের লেখা গল্পে কাজ করেছি। এত সুযোগ পাওয়ায় আমি ধন্য, কৃতজ্ঞ।'
অ্যাওয়ার্ড শো- তে কোনওদিনই দেখা যায়নি আমির খানকে, এমনকি অস্কার না পাওয়া নিয়েও তেমন আক্ষেপ নেই অভিনেতার
আমির খানের প্রযোজনা সংস্থার ছবি 'লাপাতা লেডিজ' পৌঁছে গিয়েছিল অস্কারের মঞ্চে। তবে পুরস্কার জেতা হয়নি। ফরেন ল্যাঙ্গুয়েজ- বিভাগে ছিল এই ছবির নমিনেশন। অস্কার না জেতায় একেবারেই হতাশ নন আমির। অভিনেতা বলছেন, 'সবচেয়ে বেশি প্রতিযোগিতা থাকে ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে। সব দেশ তাদের সেরাটা পাঠায়। যাঁরা নির্বাচন করেছেন তাঁদের হয়তো এই ছবিটা ভাল লাগেনি। অন্য কোনও ছবি ভাল লেগেছে। আবার অন্য কেউ নির্বাচন করতে এলে তাঁদের হয়তো এই ছবিটাই ভাল লাগত। অন্য সিনেমা পছন্দ হয়েছে মানে আমাদেরটা খারাপ নয়। সৃজনশীল জগতে জগতে এক একজনের পছন্দ এক একটা বিষয়। আর কোনও অ্যাওয়ার্ড অত সিরিয়াসলি নিতে নেই। আমি তো একদম নিই না।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
