IIFA Awards 2023: 'IIFA'র সুরেলা উদ্বোধন, প্রযুক্তিগত পুরস্কারে শীর্ষে আলিয়ার 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'
IIFA 2023: আইফার শুরুতেই খুশির খবর 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' টিমের জন্য। প্রথম রাতেই তিনটি পুরস্কার উঠল তাঁদের হাতে। তিনটি টেকনিক্যাল বিভাগে সেরার শিরোপা পেলেন তাঁরা।
নয়াদিল্লি: 'আইফা রক'-এ (IIFA Rock) জয়জয়কার গঙ্গুবাঈয়ের। সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawari) ঝুলিতে পুরল ৩টি প্রযুক্তিগত পুরস্কার (techinical awards)। প্রসঙ্গত, শুক্রবার 'আইফা রক নাইট' দিয়েই তিন দিন ব্যাপী ২৩তম 'ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যান্ড অ্যাওয়ার্ডস' (International Indian Film Academy and Awards) অনুষ্ঠান শুরু হল ইয়াস আইল্যান্ডে (Yas Island)।
কোন কোন বিভাগে পুরস্কৃত হল 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'?
আইফার শুরুতেই খুশির খবর 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' টিমের জন্য। প্রথম রাতেই তিনটি পুরস্কার উঠল তাঁদের হাতে। তিনটি টেকনিক্যাল বিভাগে সেরার শিরোপা পেলেন তাঁরা। সেরা সিনেম্যাটোগ্রাফির জন্য সুদীপ চট্টোপাধ্যায়, সেরা চিত্রনাট্যের জন্য সঞ্জয় লীলা বনশালি ও উৎকর্ষিণী বশিষ্ঠ এবং সেরা সংলাপের জন্য উৎসকর্ষিণী বশিষ্ঠ ও প্রকাশ কপাডিয়া পেলেন পুরস্কার।
'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র পরই দুটি বিভাগে পুরস্কার পেল অনীশ বাজমি পরিচালিত, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত 'ভুল ভুলাইয়া ২'। ছবির টাইটেল ট্র্যাকে সেরা কোরিওগ্রাফির জন্য বস্কো সিজার, সেরা সাউন্ড ডিজাইনের জন্য মন্দার কুলকর্ণী পেলেন সেরার তকমা।
অজয় দেবগণের ক্রাইম থ্রিলার 'দৃশ্যম ২' একটি পুরস্কার লাভ করেছে। সেরা এডিটিং বিভাগে পুরস্কার পেয়েছেন সন্দীপ ফ্রান্সিস। অন্যদিকে রণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত অ্যাকশন অ্যাডভেঞ্চার 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান - শিবা' পুরস্কৃত হয়েছে স্পেশাল এফেক্টস-ভিস্যুয়াল বিভাগে, হৃত্বিক রোশন ও সেফ আলি খানের 'বিক্রম বেদা' পুরস্কার পেয়েছে সেরা আবহ সঙ্গীতের জন্য। রাজকুমার রাও, হুমা কুরেশি ও রাধিকা আপ্তে অভিনীত 'মণিকা ও মাই ডার্লিং' পুরস্কৃত হল সেরা সাউন্ড মিক্সিংয়ের জন্য।
শুক্রবারের সন্ধ্যায় 'আইফা ২০২৩'-র মঞ্চ ঝলমল করে ওঠে সুরেলা পারফর্ম্যান্সে। এদিন মঞ্চ মাতিয়ে রাখেন অমিত ত্রিবেদী, বাদশাহ্, সুনিধি চৌহান, সুখবীর সিংহ, পলক মুছল, ইউলিয়া ভন্তুর শোভা, নিবেদনে নৃত্যশিল্পী ও পরিচালক ফারহা খান ও রাজকুমার রাও।
এদিনের সুরেলা সফর শুরু হয় পলক মুছলের একটি নৃত্য পরিবেশনা দিয়ে, যার পরে মঞ্চে আসেন ফারহা খান। রাজকুমার রাও মঞ্চে ওঠেন 'ম্যায় হুঁ না'র একটি গানের সঙ্গে এবং এরপর তাঁরা 'কুছ কুছ হোতা হ্যায়'র একটি দৃশ্যের পুনর্নিমাণ করেন। এরপর অবশ্যই চলতে থাকে দর্শককে মাতিয়ে রাখার মতো নানা পরিবেশনা।
অমিত ত্রিবেদীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেন অরুণ কামাত, দেবেন্দ্র পালস, মেঘনা মিশ্র, যশিতা শর্মা। সুখবিন্দর সিংহ ও ইউলিয়া ভন্তুর মঞ্চে উঠতেই ঢোলের তালে নাচতে থাকেন দর্শকও। এদিনের ঝলমলে অনুষ্ঠানে ইতি টানেন নিউক্লেয়া।
আরও পড়ুন: Health News : ডায়াবেটিস-সহ একাধিক কঠিন রোগ প্রতিরোধ করতে পারে, রোজ পাতে রাখুন ১টি কাঁচা পেঁয়াজ
'আইফা রকস'-এর অন্যতম আকর্ষণ ছিল, বলিউডের প্রিয় ডিজাইনার মণীশ মলহোত্রর 'মেড ফর দ্য ওকেশন' কালেকশন। 'ওল্ড ওয়ার্ল্ড চার্ম মিটস দ্য নিউ ওয়ার্ল্ড' অর্থাৎ পুরনোর সঙ্গে নতুনের মেলবন্ধনের প্রতিফলন হয় তাঁর ডিজাইনে। এই কালেকশনের শোস্টপার ছিলেন সলমন খান ও নোরা ফতেহি।