এক্সপ্লোর
Advertisement
আমি অক্ষয় খান্নার বিরাট ভক্ত: শাহরুখ খান
মুম্বই: অক্ষয় খান্নার অভিনয় দারুণ লাগে তাঁর। বললেন শাহরুখ খান। অক্ষয় কখন কীভাবে চমকে দেবেন তা আগে থেকে বোঝা যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
যশ চোপড়ার ১৯৬৯-এর ক্লাসিক ছবি ইত্তেফাক-এর রিমেক হচ্ছে। এসআরকে ছবিটির অন্যতম প্রযোজক। অন্য দুই প্রযোজক হলেন কর্ণ জোহর ও রেণু রবি চোপড়া। ছবিতে অক্ষয় রয়েছেন পুলিশের ভূমিকায়, এছাড়াও আছেন সিদ্ধার্থ মালহোত্রা ও সোনাক্ষী সিংহ। শাহরুখ বলেছেন, বিনোদ খান্না পুত্রের সঙ্গে একটা অদ্ভূত রহস্য জড়িয়ে রয়েছে, তাই তাঁর অভিনয় এত মুগ্ধ করে।
এসআরকের কথায়, অক্ষয়কে পড়া যায় না, সেটাই তাঁর অভিনয়ের সবথেকে বড় সম্পদ। তিনি মনে করেন, ইত্তেফাকের চরিত্রটি অক্ষয় ছাড়া আর কেউ এত ভাল ফুটিয়ে তুলতে পারতেন না। সিদ্ধার্থ আর সোনাক্ষী অক্ষয়ের এই উপস্থিতিকে আরও ধারালো করে তুলেছেন।
শাহরুখ আরও বলেছেন, তিনি অক্ষয় খান্নার বিরাট ভক্ত। তাঁর মধ্যে একটা রহস্য আছে, যেটা অভিনয়ে পরিস্ফুট হয়। খুব সামান্য চেষ্টায় বহুরকম আবেগ তিনি ফুটিয়ে তোলেন। দর্শক হিসেবে আপনার কৌতূহল থাকে, এই চরিত্রের পরিণাম জানতে।
৩ নভেম্বর মুক্তি পাবে ইত্তেফাক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement