Iman Chakraborty Oscar: মন ভাঙল বাঙালির, অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ইমনের 'ইতি মা' গানটি
Iman Chakraborty News: ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'পুতুল' ছবির জন্য 'ইতি মা' নামে একটি গান গেয়েছিলেন ইমন
কলকাতা: মন ভাঙল বাঙালিদের। অস্কারের মঞ্চ থেকে ছিটকে গেল 'পুতুল' ছবির গান ইতি মা। এই গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেই সেই কথা জানিয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। সেরা ১৫টি গানের মধ্যে জায়গা করে নিতে পারল না 'ইতি মা' গানটি। যে গানকে নিয়ে অস্কারের স্বপ্ন দেখেছিল বাঙালি, ছেদ পড়লে সেই স্বপ্নে। এবারের মতো অস্কার পাওয়া হল না বাংলা গানের। পাশাপাশি, আজ এই খবরও জানা গিয়েছে যে অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে 'লাপতা লেডিজ়' ছবিটিও।
ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'পুতুল' ছবির জন্য 'ইতি মা' নামে একটি গান গেয়েছিলেন ইমন। লেডি গাগা, এড শিরানের মত তারকা গায়িকাদের পাশেই জ্বলজ্বল করছিল ইমনের নাম। সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহসঙ্গীত (Oscar Nominations 2025) এই দুই বিভাগেই ঠাঁই পেয়েছিল এই গানটি। তবে গানটি সেরা ১৫টি গানের মধ্যে জায়গা করে নিতে পারল না। বাদ পড়ল নমিনেশ থেকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ইমন শেয়ার করে নিতেই প্রত্যেকে পাশে দাঁড়িয়েছেন সঙ্গীতশিল্পীর। বার্তা দিয়েছেন, অস্কারের দৌড়ে না থাকলেও ইমন জায়গা করে নিয়েছেন সবার মনে।
সদ্যই টিসিএসের রাজারহাট ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন তিনি আর সেখানেই অনুষ্ঠান চলাকালীন শ্রোতাদের থেকে একজন বারবার বলতে থাকেন হিন্দি গান গাওয়ার জন্য। তাতেই ক্ষুব্ধ হয়ে মঞ্চে দাঁড়িয়েই কড়া জবাব দেন ইমন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েন সেই ভিডিও। প্রত্যেকেই পাশে দাঁড়ান ইমনের। এই প্রসঙ্গে এবিপি লাইভকে ইমন এবিপি লাইভকে বলেছিলেন, 'যখনই আমি বাংলা গান গাইছি ঐ অনুষ্ঠানে উপস্থিত দশ-পনেরো হাজার লোকের মধ্য থেকে একটি ছেলেই সমানে বলছিল, 'হিন্দি গাইয়ে, হিন্দি গাইয়ে'। তখনই আমার মনে হয়েছে যে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। ঐ ছেলেটি বাংলায় চাকরি করছে, ওর উচিত এই রাজ্যের প্রতি একটা শ্রদ্ধা থাকা আর সেটা আমি যদি মঞ্চে দাঁড়িয়ে না বলি, তাহলে আর কে করবে ?'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।