(Source: ECI/ABP News/ABP Majha)
Kota Factory Season 2: আসছে 'কোটা ফ্যাক্টরি সিজন ২', কোথায় গেল 'জিতু ভাইয়া'?
আগামী ২৪ সেপ্টেম্বর থেকেই নেটফ্লিক্সে স্ট্রিম হবে 'কোটা ফ্যাক্টরি সিজন ২'।
মুম্বই : দু'বছর আগে নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ 'কোটা ফ্যাক্টরি'- (Kota Factory)। অনলাইন প্ল্যাটফর্মের এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা যে ঠিক কতটা ছিল তা বলাই বাহুল্য। সম্প্রতি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ঘোষণা করেছেন যে, দর্শকদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে 'কোটা ফ্যাক্টরি সিজন টু'। নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে, দুবছর পর হলেও ফের পছন্দের সমস্ত চরিত্রগুলোকে দর্শকদের সামনে হাজির করছে নির্মাতারা। শুধু তাই নয়, 'কোটা ফ্যাক্টরি'-র প্রথম সিজনে যে জিতু ভাইয়াকে নিয়ে উন্মাদনা তুঙ্গে ছিল। সিজন ২-তে সেখানেও থাকছে টুইস্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 'কোটা ফ্যাক্টরি সিজন ২'-র টিজার প্রকাশ হয়েছে। যেখানে শুরুতেই বলা হচ্ছে 'জিতু ভাইয়া' আর নেই। তাহলে কোথায় গেল জিতু ভাইয়া? জানতে গেলে অপেক্ষা করতে হবে মাত্র কয়েকটা দিন। কারণ, আগামী ২৪ সেপ্টেম্বর থেকেই খুলতে থাকবে রহস্যের পর্দা। আগামী ২৪ সেপ্টেম্বর থেকেই নেটফ্লিক্সে স্ট্রিম হবে 'কোটা ফ্যাক্টরি সিজন ২'।
জিতু ভাইয়ার চরিত্রে অভিনয় করা জিতেন্দ্র কুমার ওয়েব সিরিজে তাঁর চরিত্র প্রসঙ্গে জানিয়েছেন, অভিনয় জগতে আসার আগে তিনিও কোটায় আইআইটি পাশ করার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। এবং তিনি পরীক্ষায় পাশ করে সফলভাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে ভর্তিও হন। তিনি বলছেন, 'নিজে একসময় কোটায় পড়াশোনা করার কারণে এই চরিত্রে আমার অভিনয় আরও বেশি প্রাণবন্ত লাগে। এই চরিত্রে আমার অভিনয় করতেও সুবিধা করে দিয়েছে আমার অভিজ্ঞতা। যে সমস্ত টেকনিক্যাল শব্দ ব্যবহার করতে হয়েছে ওয়েব সিরিজে, তাতে আমার কোনও সমস্যা হয়নি। কারও সেই সমস্ত শব্দের সঙ্গে আমি আগে থেকেই পরিচিত ছিলাম। তাই দর্শকদের কাছে আমার চরিত্রটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।'
প্রসঙ্গত, জিতেন্দ্র কুমার ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন ময়ূর মোর, রঞ্জন রাজ, আলম খান, আহসাস চান্না, রেবতী পিল্লাই এবং উরভি সিংহ প্রমুখ অভিনেতারা। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও দর্শকদের কতটা মনে দাগ কাটতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।