এক্সপ্লোর
আমাদের আমলে শুধু ২ জন মহিলা শ্যুটিংয়ে আসতেন- নায়িকা আর তাঁর মা, ব্লগে লিখলেন বিগ বি
যোধপুর: ফিল্মের সেটে মহিলাদের কাজ করতে দেখে ভাল লাগে তাঁর। এমন একটা সময় ছিল যখন সেটে আসতেন শুধু ২ জন নারী- নায়িকা আর তাঁর মা। যোধপুরের ঐতিহাসিক মেহরানগড় দুর্গে ঘটস অফ হিন্দোস্তানের শ্যুটিং করতে গিয়ে নিজের ব্লগে অমিতাভ বচ্চন লিখলেন এ কথা।
বিগ বি লিখেছেন, শ্যুটিংয়ের জায়গায় নিয়মকানুন মেনে চলার পিছনে মেয়েদের বড় ভূমিকা রয়েছে, দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন তাঁরা।
তাঁর কথায়, মহিলাদের সেটে দেখা আনন্দদায়ক, সিনেমার সেট এমন একটা জায়গা যেখানে আগে মেয়েদের প্রায় দেখাই যেত না। তাঁর যৌবনে শ্যুটিংয়ে থাকতেন শুধু ২ মহিলা- নায়িকা ও তাঁর মা।
কিন্তু এখন সিনেমায় যাঁরা কাজ করেন তাঁরা বেশিরভাগই যুবক, পেশাদার। বলিউড বদলাচ্ছে, দুনিয়া আর মহিলাদের সম্পর্কে তাদের ধারণাও বদলাচ্ছে। মেয়েদের গলা শোনা যাচ্ছে তাঁদের নিজস্ব জায়গার জন্য, মর্যাদার জন্য, সমানাধিকারের জন্য। লিখেছেন বিগ বি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement