এক্সপ্লোর
Advertisement
'যখন আমাকে হুমকি দেওয়া হয়েছিল...তখন তো চুপ ছিলে', গাওস্করের মন্তব্য বিতর্কে এবার অনুষ্কাকে নিশানা কঙ্গনার
কঙ্গনা আরও লিখেছেন, গাওস্করের অনুষ্কার নাম উল্লেখ করা ঠিক হয়নি।
নয়াদিল্লি: চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে ধারাভাষ্যদিতে দিতে গিয়ে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্করের একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। আরসিবি-র অধিনায়ক কোহলির স্ত্রী অনুষ্কা ইনস্টাগ্রামে একটি পোস্ট লিখে ভারতের প্রাক্তন ব্যাটিং মহাতারকার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মালিক গাওস্কর অবশ্য জানিয়েছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কোনওভাবেই মাঠে কোহলির পারফরম্যান্সের জন্য অনুষ্কার দিকে আঙুল তোলেননি।
এবার এই বিতর্কে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের প্রতিক্রিয়া জানালেন। তাঁর প্রতিক্রিয়ায় কঙ্গনা অনুষ্কাকে একহাত নিয়েছেন।
অনুষ্কা তাঁর পোস্টে লেখেন, 'আপনি আর কোনও শব্দ ব্যবহার করে আমার স্বামীর পারফরম্যান্সের সমালোচনা করতে পারতেন। কিন্তু আপনি আমার নাম টেনে এনেছেন, এটা কি উচিত হয়েছে? এটা ২০২০ সাল চলছে। কিন্তু আমাকে সেই একই জিনিসের সম্মুখীন হতে হচ্ছে। আমাকে হামেশাই ক্রিকেটে টেনে আনা হয়। আমি আপনাকে অত্যন্ত সম্মান করি। আপনি তো এই খেলার একজন কিংবদন্তী। আমি শুধু আপনাকে বলতে চাই যে, আপনি যখন আমার নাম করলেন, তখন আমার কেমন লেগেছিল'।
এই বিতর্কে কঙ্গনা তাঁর ট্যুইটে লিখেছেন, 'যখন আমাকে হুমকি দেওয়া হয়েছিল, হারামখোর বলা হয়েছিল, তখন অনুষ্কা শর্মা নীরব ছিল। এখন সেই একই মহিলা-বিদ্বেষের মুখে ওকেও পড়তে হল। ক্রিকেটে ওর নাম সুনীল গাওস্কর যেভাবে টেনে এনেছেন, তার নিন্দা করছি। কিন্তু বাছাই কিছু ক্ষেত্রে নারীবাদ ফলানোটা ঠিক নয়'।
কঙ্গনা আরও লিখেছেন, গাওস্করের অনুষ্কার নাম উল্লেখ করা ঠিক হয়নি। কঙ্গনা আরও লিখেছেন, কিন্তু অনুষ্কা শর্মা তার আগামী সিনেমায় একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে চলেছেন। কয়েকটি ভিডিওতে ওকে বিরাট কোহলির সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement