এক্সপ্লোর
Advertisement
মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে, কোনওভাবেই অনুষ্কাকে দোষারোপ করেননি, বিতর্কের প্রতিক্রিয়ায় গাওস্কর
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে ভারতের প্রাক্তন ব্যাটিং তারকা সুনীল গাওস্করের একটি মন্তব্য নিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছে। আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে গাওস্করের ওই মন্তব্যের সমালোচনা করেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের একাংশ।
নয়াদিল্লি: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে ভারতের প্রাক্তন ব্যাটিং তারকা সুনীল গাওস্করের একটি মন্তব্য নিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছে। আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে গাওস্করের ওই মন্তব্যের সমালোচনা করেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের একাংশ। অনুষ্কাও সোশ্যাল মিডিয়ায় ওই মন্তব্য ঘিরে নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন। ধারাভাষ্য দিতে গিয়ে গাওস্কর বলেছিলেন যে, যখন লকডাউন চলছিল, তখন তিনি (কোহলি) শুধু অনুষ্কার বোলিংয়ে অনুশীলন করেছিলেন। কিন্তু এতে কোনও কাজ হয় না।
গাওস্করের এই মন্তব্য একেবারেই ভালোভাবে নিতে পারেননি কোহলি ও অনুষ্কার অনুরাগীরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় গাওস্করকে ট্রোল করেন।
অনুষ্কাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর ক্ষোভ প্রকাশ করেন।
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে নিজের মন্তব্যে ব্যাখা দিয়ে গাওস্কর বলেছেন, লোকজন তাঁর বক্তব্য ভুল বুঝেছেন এবং ভুলভাবে উদ্ধৃত করছেন। এরফলেই বিতর্কের সূত্রপাত।
কোহলির পারফরম্যান্স নিয়ে অনুষ্কাকে আগেও অনুষ্কাকে কাঠগড়ায় তোলা হয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে গাওস্কর বলেছেন, এমন কথা উঠলে তিনি এমনও বলেছেন যে, কোহলি সেঞ্চুরি করলে সেই কৃতিত্ব কেউ অনুষ্কাকে তো দেয় না। লিটল মাস্টার আরও বলেছেন, বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের যাওয়ার অনুমতির ব্যাপারে তিনি সর্বদাই সওয়াল করে এসেছেন।
গাওস্কর বলেছেন, তাঁর কথার অপব্যাখ্যা করা হয়েছে। তিনি শুধুমাত্র বলতে চেয়েছিলেন যে, লকডাউনের সময় প্লেয়াররা ঠিকঠাক অনুশীলন করতে পারেননি। মুম্বইয়ে হাউসিং কমপ্লেক্সে অনুষ্কার সঙ্গে কোহলির টেনিস বল ক্রিকেট খেলার ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন।
গাওস্কর বলেছেন, আমি আর আকাশ ধারাভাষ্য দিচ্ছিলাম। খেলোয়াড়দের পক্ষে লকডাউনে যথাযথ অনুশীলনের সুযোগ না থাকার বিষয়টি নিয়ে বলছিল আকাশ। আর এই অনুশীলনে না থাকার বিষয়টি অনেক খেলোয়াড়ের মধ্যেই প্রথম ম্যাচে দেখা গিয়েছিল। প্রথম ম্যাচে রোহিতে ব্যাটে-বলে হচ্ছিল না। ধোনিও বল ঠিকঠাক ব্যাটে খেলতে পারছিল না। বিরাটের স্ট্রাইক ঠিকমতো হচ্ছিল না। অনুশীলনের অভাবের জন্য বেশিরভাগ ক্রিকেটারেরই এমনটা হয়েছে।
গাওস্কর বলেছেন, ধারাভাষ্যে তিনি এই বিষয়টিই তিনি তুলে ধরেছিলেন। এক্ষেত্রে অন্য কোনও শব্দ নয়, বোলিং শব্দটি ব্যবহার করেছিলেন। গাওস্করের প্রশ্ন, এ কথা বলে তিনি কীভাবে অনুষ্কাকে দোষারোপ করলেন? গাওস্কর বলেছেন, তিনি কোনওভাবেই বিরাটের ব্যর্থতার জন্য অনুষ্কাকে দোষারোপ করেননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement