Independence Day 2021: 'খারাপ সময় কেটে যাবে' স্বাধীনতা দিবসে সুরে সুরে বার্তা বলি তারকাদের
যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজ আমরা দিন কাটাচ্ছি, তা একদিন না একদিন ঠিক কেটে যাবে। আমরা আবার হাসব। সেটাই গানে গানে মনে করিয়ে দিলেন তাঁরা।
মুম্বই: 'ইয়ে লমহে বিত জায়েঙ্গে। হম ফিরসে মুসকুরায়েঙ্গে। ইস লমহে কো হারায়েঙ্গে। দেখলে না'। ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গান বাঁধলেন বলিউডের একঝাঁক তারকা। প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর থেকে অমিতাভ বচ্চন, সোনু নিগম, সাব্বির কুমার, কৈলাশ খের, অলকা ইয়াগনিক, শ্রদ্ধা কপূর, সোনাক্ষী সিনহা। বলিউডের খ্যাতনামা ১৫ জন তারকা প্রথমবার একসঙ্গে মিলিত হলেন 'হম হিন্দুস্তানি' গান দিয়ে। যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজ আমরা দিন কাটাচ্ছি, তা একদিন না একদিন ঠিক কেটে যাবে। আমরা আবার হাসব। সেটাই গানে গানে মনে করিয়ে দিলেন তাঁরা।
২০১৯ সালের শেষ এবং ২০২০-র শুরু থেকে করোনা ভাইরাস নামক মারণ রোগের প্রকোপে গোটা দুনিয়া। আচমকা হানা দেওয়া এই মারণ ভাইরাস কেড়ে নিয়েছে কোটি কোটি প্রাণ। কার্যত মৃত্যুপুরী করে দিয়েছে। চারিদিকে স্বজন হারানোর হাহাকার। কেউ তাঁর বাবাকে হারিয়েছেন তো কেউ মাকে। কত শিশু অনাথ হয়ে পড়েছে। কত মানুষ তাঁর পরিবার পরিজনকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছে গত একটা বছর ধরে আজও। শুধু প্রাণই নয়, করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আমাদের স্বাভাবিক জীবনকেও। শিশুদের থেকে কেড়ে নিয়েছে তাদের শৈশব। সবথেকে বেশি যেটা প্রত্যেকের থেকে কেড়ে নিয়েছে করোনা নামের মারণ ভাইরাস, তা আমাদের মুখের হাসি। সংক্রমণের আশঙ্কায় আজ সকলের মুখই মাস্কে ঢাকা। আজ আর কেউ মন খুলে কারও সঙ্গে মিশতে পারি না। কথা বলতে পারি না। শত দুঃখে কাউকে বুকে জড়িয়ে ধরতে পারি না। আনন্দে হাত মেলাতে কিংবা পিঠ চাপড়ে দিতে পারি না। মনুষ্যত্ব, মানবিকতা সব কিছুকেই যেন প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে করোনা ভাইরাস। কত মানুষ বিনা চিকিৎসায় রাস্তায় পড়ে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সংক্রমণের ভয়ে কাছে এগিয়ে যায়নি কেউ। নিষ্ঠুর করোনা এক অন্য দুনিয়া তৈরি করে দিয়েছে।
'হম হিন্দুস্তানি' গানের মাধ্যমে দেশবাসীকে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার ক্ষমতা এবং মনোবল জোগালেন তারকারা। ধামাকা রেকর্ডসের তৈরি এই মিউজিক ভিডিও শুরু হচ্ছে লতা মঙ্গেশকরকে দিয়ে। এরপরই অমিতাভ বচ্চনের ব্যারিটোন ভয়েস। আর তারপর একে একে গান গেয়েছেন সোনু নিগম, পদ্মিনী কোলাপুরি, অনিল আগরওয়াল, কৈলাশ খের, অলকা ইয়াগনিক, সাব্বির কুমার থেকে নতুন জেনারেশনের শ্রদ্ধা কপূর, শ্রুতি হাসান, তারা সুতারিয়া, অঙ্কিত তিওয়ারি, সিদ্ধান্ত কপূর, সোনাক্ষী সিনহা এবং জান্নাত জুবেইরকে। স্বাধীনতা দিবসে এমন জাতীয়তাবাদী গান দেশের মানুষকে আরও খানিকটা মনোবল জোগাবে সমস্ত বিপদ সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে আসার জন্য।