Spider-Man: ক্রিকেট মাঠে নয়, এবার ডেবিউ সিনেমায়! ভারতীয় স্পাইডারম্যানের কণ্ঠে শুভমন গিল
Shubman Gill: একই অঙ্গে তিনি ক্রিকেটারও, তিনি স্পাইডারম্যানও। বুঝলেন না তো? তিনি ক্রিকেট তারকা শুভমন গিল। এবারে নিজের মহিমা তিনি দেখাবেন ২২ গজে নয়, পর্দার পিছনে মাইক্রোফোনের সামনে।
নয়াদিল্লি: ৯টি ভারতীয় ভাষায় মুক্তি পাবে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' (Spider-Man: Across the Spider-Verse), এই খবর শোনা গিয়েছিল আগেই। এবার সেই খবরে নয়া সংযোজন। ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের (Pavitr Prabhakar) চরিত্রের জন্য কণ্ঠ দিলেন ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিল (Shubman Gill)।
আসছে ভারতীয় স্পাইডারম্যান, ডাবিং সারলেন শুভমন গিল
একই অঙ্গে তিনি ক্রিকেটারও, তিনি স্পাইডারম্যানও। বুঝলেন না তো? তিনি ক্রিকেট তারকা শুভমন গিল। এবারে নিজের মহিমা তিনি দেখাবেন ২২ গজে নয়, পর্দার পিছনে মাইক্রোফোনের সামনে। ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের হয়ে কণ্ঠ দিলেন শুভমন গিল।
মুক্তির অপেক্ষায় 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনা তুঙ্গে ওঠে এই ছবির জন্য। ২০২১ সালের 'স্পাইডারম্যান: নো ওয়ে হোম' ছবির দারুণ সাফল্যের পর অনুরাগীরা স্পাইডারম্যান ইউনিভার্স ফেরার অপেক্ষায় রয়েছেন। ভারতীয়রা তো বিশেষ করে এই অপেক্ষায় আছেন কারণ তাঁদের নিজেদের 'স্পাইডারম্যান' পবিত্র প্রভাকর আসছে বড়পর্দায়।
এই ছবি মুক্তি পাচ্ছে ৯টি ভারতীয় ভাষায়। যার মধ্যে হিন্দি ও পাঞ্জাবি ভাষার জন্য পবিত্র প্রভাকরের চরিত্রে কণ্ঠ দিয়েছেন 'গুজরাত টাইটান্স' ওপেনার শুভমন গিল। গতকালই তিনি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন, আর তারপরই আজ 'স্পাইডারম্যান' নির্মাতাদের তরফে ঘোষণা করা হল তাঁর নতুন ভূমিকার কথা।
এই প্রসঙ্গে ক্রিকেট তারকা বলেন, 'আমি স্পাইডারম্যান দেখে বড় হয়েছি, এবং এই সুপারহিরোর সঙ্গে একাত্ম বোধ করা যায়। যেহেতু সিনেমার মাধ্যমে এই প্রথম ভারতীয় স্পাইডারম্যান পর্দায় আত্মপ্রকাশ করবে, তাই হিন্দি এবং পাঞ্জাবি ভাষায় আমাদের ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের কণ্ঠস্বর হওয়া আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। এখনই নিজেকে কেমন অতিমানব মনে হচ্ছে। ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।'
আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ
১০টি ভিন্ন ভাষায় মুক্তি পাচ্ছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। সকল ১০ ভাষায়, যার মধ্যে ৯টি ভারতীয়, ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম, বহু প্রতীক্ষিত এবং জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজির ছবি প্রেক্ষাগৃহে ১০টি ভিন্ন ভাষায় মুক্তি পাবে। স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে অসাধারণ সাফল্য দেখেছে তাইই নয়, স্পাইডারম্যান দেশের সবচেয়ে প্রিয় সুপারহিরোও বটে, যার আবেদন যুগে যুগে বেড়ে চলেছে। যেহেতু গোটা দেশজুড়ে স্পাইডারম্যানের এই ধরনের অনুরাগী ভক্ত রয়েছে, নির্মাতারা তাকে সমস্ত ভারতীয়দের আরও কাছাকাছি নিয়ে আসার একটি অনন্য উপায় বের করেছেন। ছবিটিকে একটি প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র হিসেবে গড়ে তুলেছেন এবং ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি হতে চলেছে। ইংরেজি ছাড়া 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়লম, গুজরাটি, মরাঠি, পাঞ্জাবি ও বাংলায় মুক্তি পাবে। ছবি মুক্তির তারিখ ২ জুন।