এক্সপ্লোর
Jahnhavi Kapoor: সকাল শুরু করেন বুলেট কফি দিয়ে, সারাদিন কী কী থাকে জাহ্নবীর ডায়েটে?
Jahnhavi Kapoor News: জাহ্নবী পছন্দ করেন ঘরে তৈরি খাবার। সারাদিনে যা যা খেতে পছন্দ করেন তিনি তার অধিকাংশটাই বাড়িতে তৈরি।

সারাদিন কী খেয়ে এত ফিট থাকেন জাহ্নবী কপূর?
1/10

খেতে ভালবাসেন জাহ্নবী কপূর। কিন্তু তারপরেও কী করে এত ফিট, এত তন্বী তিনি? সারাদিন কী কী থাকে জাহ্নবীর প্লেটে?
2/10

জাহ্নবী পছন্দ করেন ঘরে তৈরি খাবার। সারাদিনে যা যা খেতে পছন্দ করেন তিনি তার অধিকাংশটাই বাড়িতে তৈরি।
3/10

জাহ্নবী সকাল শুরু করে তাজা ফল ও ফলের রস খেতে। কখনও কখনও স্বাদ বদলে খান পরোটা আর টক দই।
4/10

জাহ্নবী সকালে বুলেট কফি খান। বুলেট কফি আসলে চিনি ছাড়া ব্ল্যাক কফি। তার মধ্যে মেশানো থাকে এক চামচ ঘি।
5/10

দুপুরবেলা জাহ্নবী খান গ্লুটেন-ফ্রি রুটি। সঙ্গে থাকে ঢেঁড়, পালং শাক ও মেথি শাকের মতো সমস্ত সবুজ সবজি।
6/10

সেই সঙ্গে জাহ্নবী দুপুরবেলা খান পনির ও চিকেনের বাড়িতে তৈরি হালকা ডিশ। খাবারের সঙ্গে হালকা সালার্ডও খেতে পছন্দ করেন জাহ্নবী।
7/10

ডিনারে জাহ্নবী সাধারণত সালার্ড খেতে পছন্দ করেন। কখনও আবার স্বাদ বদলে খান রাইস বিরিয়ানি।
8/10

রাত ১০টার আগে খাওয়া শেষ করে ফেলেন জাহ্নবী। ওজন ঝরানোর জন্য তাড়াতাড়ি খাওয়া খুব গুরুত্বপূর্ণ।
9/10

জাহ্নবী কোরিয়ান খাবার খেতে খুব ভালবাসেন। কোরিয়ান ও জাপানি নুডলস জাহ্নবীর ভীষণ প্রিয়। সঙ্গে সঙ্গে জাহ্নবী তফু খেতেও ভালবাসেন
10/10

শ্যুটিংয়ের সঙ্গে সঙ্গে ডায়েট বদলান জাহ্নবী। কোনও ছবির জন্য তাঁকে ওজন কমাতে হয় আবার কোনও ছবির জন্য বাড়াতে হয় ওজন। সেই মতো বদলাতে থাকে ডায়েট।
Published at : 22 Nov 2024 09:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
